
ভয়াবহ বিপর্যয় উত্তরবঙ্গে। কোচবিহার সহ উত্তরের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি। ইতিমধ্যে তোর্সা নদীতে জারি হয়েছে লাল সর্তকতা। কোচবিহার শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিক বৈঠক হল ডিএম অফিসে। রবিবার দুপুর তিনটে নাগাদ জেলাশাসকের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।
কোচবিহারে বিপদসীমার উপর দিয়ে বইছে তোর্সা সহ একাধিক নদী। এদিকে পর্যটকদের সহায়তার জন্য দার্জিলিং পুলিশ হটলাইন খুলেছে। গত রাতে ভারী বৃষ্টির কারণে দার্জিলিং-এর কিছু রাস্তায় ধস নেমেছে, যার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং শীঘ্রই স্বাভাবিক যান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।সামগ্রিক পরিস্থিতিতে যেসব পর্যটক আটকে পড়েছেন বা সহায়তার প্রয়োজন, তাঁরা দার্জিলিং পুলিশের কন্ট্রোল রুমে +৯১ ৯১৪৭৮ ৮৯০৭৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য আবহাওয়ার পূর্বাভাসের বিষয়গুলি জানিয়েছেন।নিম্নচাপ উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে শক্তি হারিয়ে। তবে তার প্রভাবে আজও বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আজও দুর্যোগের সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আজও উত্তর বঙ্গোপসাগর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা এবং ওড়িশায় মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা।আজ উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
আলিপুরদুয়ার জেলাতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। সোমবারেও ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। সিকিম, উত্তরবঙ্গ, অসম, মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। নদীর জলস্তর বাড়বে এবং কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গেও আজ মূলত মেঘলা আকাশ। ভারী বৃষ্টি উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অন্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। শুধুমাত্র স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। তবে মেঘলা আকাশ থাকবে।
