
দুর্যোগ মাথায় নিয়ে দুর্গাপুজোর কার্নিভালের জন্য সেজেগুজে তৈরি কলকাতার রেড রোড। বিকেল সাড়ে চারটে থেকে কার্নিভাল শুরু হওয়ার কথা। চলবে কমবেশি সাড়ে ৪ ঘণ্টা। এবারের কার্নিভালে মোট ১১৩টি পুজো কমিটি অংশ নিচ্ছে। প্রসঙ্গত সেই ২০১৬ সালে মহানগরীতে দুর্গা পূজার কার্নিভ্যাল শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এবার তাই দশম বর্ষে পড়ল দুর্গা পূজার কার্নিভাল।এবারই প্রথম ১১৩ টি পুজো কমিটি অংশ নিচ্ছে কার্নিভালে।
কার্নিভাল ঘিরে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য এবং টলিপাড়ার বিশিষ্টরা। উপস্থিত থাকার কথা কবি-সাহিত্যিক-চিত্র পরিচালক-বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়দেরও। দুর্গা কার্নিভাল ঘিরে এমন নক্ষত্র সমাবেশে কিন্তু বাগড়া দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ। বিশিষ্টদের মধ্যে কতজন শেষমেশ উপস্থিত থাকবেন তা ঘিরে কিছুটা সংশয় কিন্তু তৈরি হয়েছে।
কলকাতার ট্রাফিক পুলিশ যেমন যান নিয়ন্ত্রণের কাজ শুরু করে দিয়েছে, তেমনি কার্নিভাল শেষে ঘরে ফেরারও ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো। গ্রিন লাইন তথা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এবং ব্লু লাইন তথা শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো অতিরিক্ত পরিষেবা দিচ্ছে। রাজ্য পরিবহণ দফতর সূত্রেও জানানো হয়েছে কার্নিভাল ঘিরে এদিন পথে নামবে অতিরিক্ত সরকারি বাস। বেসরকারি পরিবহণ কমিটির কাছে এদিন বেশি করে বাস ও মিনিবাস চালানোর অনুরোধ করা হয়েছে।কার্নিভালে সামিল হওয়া প্রায় ১১৩টি দুর্গাপূজা কমিটির জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনে তাদের সাংস্কৃতিক পরিবেশনা সীমাবদ্ধ থাকবে ১.৫ মিনিটের মতো। বিশিষ্ট অতিথিদের জন্য রেড রোডের উভয় পাশে মণ্ডপ তৈরি করা হয়েছে। দুর্যোগ কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও রবিবার কার্নিভাল হওয়ার কারণে বেশি সংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হয়েছে। রেড রোডে কর্তব্যরত এক পুলিশ কর্তা বলেছেন, “আরও বেশি সংখ্যক মানুষের উপস্থিতির কথা মাথায় রেখেই এবার যাবতীয় ব্যবস্থাপনা করা হয়েছে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল থেকেও দর্শনার্থীদের উপস্থিতির আশা করছি।”
শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনও লাগানো হয়েছে। যেখানে রেড রোডের অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের বসার ব্যবস্থা এবং বৃষ্টি হলে ভিড় ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরি রাখা হয়েছে। রবিবার ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি (প্রতিমা নিরঞ্জনের যানবাহন ছাড়া) চলাচল বন্ধ রয়েছে। জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেয়ো রোড ধরে কেবল দুর্গা কার্নিভালের স্টিকারযুক্ত যানবাহনই চলাচল করার সুযোগ পাচ্ছে।