
মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ১১ জন শিশুর মৃত্যুর সঙ্গে কোল্ডরিফ কাফ সিরাপের সংযোগ পাওয়ার পর, এবার কেরল সরকারও রাজ্যে ওই সিরাপের বিক্রি ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শনিবার ঘোষণা করেন যে, রাজ্যের ড্রাগস কন্ট্রোল বিভাগের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অবিলম্বে কোল্ডরিফ সিরাপের বিক্রি বন্ধের নির্দেশ জারি হচ্ছে।তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার শ্রেসান ফার্মা নামক সংস্থার উৎপাদিত এই সিরাপের একটি ব্যাচে বিষাক্ত রাসায়নিক থাকার অভিযোগ ওঠার পরেই এই পদক্ষেপ করা হয়েছে।
মন্ত্রী বীণা জর্জ তিরুবনন্তপুরমে এক বিবৃতিতে জানান, “যদিও অভিযোগ ওঠা ব্যাচটি কেরলে বিতরণ করা হয়নি, তবুও রাজ্য সরকার অতিরিক্ত সতর্কতা হিসেবে বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।”তিনি আরও জানান, “ড্রাগস কন্ট্রোলার রাজ্যের সব ডিস্ট্রিবিউটরকে নির্দেশ দিয়েছেন যেন কোল্ডরিফ সিরাপের বিক্রি ও বিতরণ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়।” কেরলে বর্তমানে সক্রিয় আটটি ডিস্ট্রিবিউটারকে অবিলম্বে এই সিরাপ বাজারে পাঠানো স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ফার্মেসিগুলোকেও স্টক সরিয়ে ফেলতে বলা হয়েছে।সরকারি ল্যাবরেটরিতে কোল্ডরিফ সহ অন্যান্য কাফ সিরাপের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে বিশেষ পরিদর্শন চলছে যাতে কোনওভাবে ব্যক্তিগত চ্যানেলের মাধ্যমে সিরাপটি বাজারে না ঢোকে।মন্ত্রী জানান, এই সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস-এর নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে দু’বছরের নীচের শিশুদের কাফ সিরাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি চিকিৎসকের প্রেসক্রিপশন থাকলেও ফার্মেসিগুলিকে ওই বয়সের শিশুদের কাফ সিরাপ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।কেরলের এই সিদ্ধান্তের আগে তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ সরকারও একইভাবে কোল্ডরিফ সিরাপ নিষিদ্ধ করেছে।

Chemistry ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ইতিমধ্যেই ছয় রাজ্যের একাধিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।গত সেপ্টেম্বরের শুরুতে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় কয়েকটি শিশুর আকস্মিক কিডনি বিকল হওয়ার ঘটনায় এই বিতর্ক শুরু হয়। মাসের শেষে সেখানে নয়জন শিশুর মৃত্যু হয়, রাজস্থানে আরও দুইজনের মৃত্যু হয়।প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুরা কোল্ডরিফ বা ডেক্সট্রোমেথরফ্যানযুক্ত অনুরূপ কাফ সিরাপ খেয়েছিল।কংগ্রেস নেতা কমল নাথ অভিযোগ করেন, সিরাপে “ব্রেক অয়েল সলভেন্ট” (সম্ভবত ডাইইথিলিন গ্লাইকোল বা ইথিলিন গ্লাইকোল) মেশানো হয়েছিল, যা মারাত্মক বিষাক্ত এবং কিডনি বিকল করতে পারে।এই ঘটনায় মূল অভিযুক্ত প্রতিষ্ঠান শ্রেসান ফার্মার কাঞ্চিপুরমের কারখানাটি তামিলনাড়ুর ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফএসডিএ) ইতিমধ্যেই সিল করে দিয়েছে।

এফএসডিএ সূত্রে জানা গেছে, পরীক্ষার পর নমুনায় বিষাক্ত উপাদানের প্রমাণ মিলেছে। সংস্থার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং উৎপাদন স্থগিত রাখা হয়েছে।তামিলনাড়ু সরকার ১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে কোল্ডরিফ বিক্রি নিষিদ্ধ করে ফার্মেসি ও ডিস্ট্রিবিউটরদের স্টক সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে। সংস্থার পণ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও সরবরাহ করা হয়েছিল বলে জানা গেছে।এফএসডিএ জানিয়েছে, সিরাপের নমুনা সরকারি পরীক্ষাগারে পাঠানো হয়েছে যাতে ডাইইথিলিন গ্লাইকোলের উপস্থিতি নিশ্চিত করা যায়। পরীক্ষার ফল না আসা পর্যন্ত ও সংস্থা সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে।