
গুরুগ্রামে এক স্কুল শিক্ষিকাকে পার্টির নাম করে ডেকে নিয়ে গিয়ে চারজন মিলে লাগাতার ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত চারজনই পেশায় জিম ট্রেনার বলে খবর। পুলিশ ইতিমধ্যেই চারজনকেই গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মহিলা গুরুগ্রামে একটি নামী স্কুলে বিদেশি ভাষা পড়ান। তিনি তাঁর স্বামীর সঙ্গে গুরগাঁওতেই থাকেন। সেপ্টেম্বর মাসে এক পার্টিতে মহিলার পরিচয় হয় হিমাচল প্রদেশের বাসিন্দা ৩৭ বছর বয়সি গৌরব নামে এক ব্যক্তির সঙ্গে। সেই সময়ে দু’জনের মধ্যে ফোন নম্বর বিনিময় হয় এবং এরপর তারা বেশ কয়েকবার দেখা করেন।১ অক্টোবর রাতে গৌরব ফোন করে ওই মহিলাকে দেখা করার জন্য ডাকেন। মহিলা সেদিন বাইরে ছিলেন, তাই রাজি হয়ে যান। গৌরব তাঁকে তার বন্ধু নীরাজ (৩২)-এর বাড়ির ঠিকানা দেন, যিনি গুরগাঁওয়েরই বাসিন্দা। গভীর রাতে মহিলা সেখানে পৌঁছালে, গৌরব তাঁকে যৌন হেনস্তা করে বলে অভিযোগ।পুলিশ জানিয়েছে, এরপর গৌরব তার তিন বন্ধু নীরাজ, যোগেশ (২৯) এবং অভিষেক (২৮)-কে ডেকে আনে এবং চারজন মিলে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরের দিন সকালে ওই মহিলা গুরুগ্রামের উইমেন ইস্ট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং চারজনকেই গ্রেফতার করে পুলিশ। পুলিশ মুখপাত্র সন্দীপ কুমার জানান, এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। চারজন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
