
পর পর চার রবিতে ২২ গজে পাক বধ ভারতের। এর আগের তিন রবিবার এশিয়া কাপের কাপের তিন ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল সূর্যকুমার যাদব এন্ড কোং। গত রবিবার এশিয়া কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের পর্যদুস্ত করে মেন ইন ব্লু। সেই ধারা অব্যাহত রেখে এ বার কলম্বোতে মহিলা বিশ্বকাপের ম্যাচেও পাকিস্তানকে হারালেন হরমনপ্রীত কৌররা। চিরশত্রুদের বিরুদ্ধে এ দিন মোট ৫ টি ক্যাচ ছেড়েছেন ভারতের মহিলা ক্রিকেটাররা। এর পরেও জয় এল ৮৮ রানে। প্রথমে ব্যাট করে ভারতের ২৪৭ রানের জবাবে মাত্র ১৫৯ -এই গুটিয়ে গেলেন ফতিমা সানারা। ৩ নম্বরে নামা সিদরা আমিন এবং ৫ নম্বরে নামা নাতালিয়া পারভেজ ছাড়া কেউ কার্যত দাঁড়াতেই পারলেন না ভারতীয় বোলিংয়ের সামনে। ভারতীয় বোলারদের মধ্যে ৩ টি করে উইকেট নিয়েছেন ক্রান্তি গৌড় এবং দীপ্তি শর্মা। ২ টি উইকেট স্নেহ রানার। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ না হলেও ইনিংসের মধ্যভাগে পর পর উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়েছিল ভারতের প্রমীলা বাহিনী। ওপেনার প্রতীকা রাওয়াল ৩৭ বলে ৩১ করলেও আরেক ওপেনার স্মৃতি মন্ধানা (২৩) এবং অধিনায়িকা হরমনপ্রীত (১৯), দুজনেই চূড়ান্ত ব্যর্থ।
দলের হয়ে সর্বোচ্চ রান করেন হারলিন দেওল। ৬৫ বলে ৪ টি চার এবং ১ টি ছক্কায় সাজানো ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া যথাক্রমে ৩৭ বলে ৩২ এবং ৩৩ বলে ২৫ করে যান জেমাইমা রদ্রিগেজ এবং দীপ্তি শর্মা। ৩৩ বলে ২০ রান করেন স্নেহ রানাও। তবে এর পরেও আড়াইশোর দোরগোড়ায় পৌঁছনো সম্ভব ছিল না, যদি ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় না তুলতেন বাংলার মেয়ে রিচা ঘোষ। ২০ বল খেলে ৩৫ রান করে অপরাজিত থেকে যান ৮ নম্বরে নামা রিচা। ৩ টি চার এবং ২ টি ছক্কা মেরেছেন তিনি। ৪৫ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার ডায়না বেগ।মহিলাদের একদিনের ক্রিকেটে ২৪৮ -এর লক্ষ্যমাত্রা মোটেই সহজলভ্য নয়। ফলে লক্ষ্য তাড়া করতে নেমে জরুরি রান রেটের চাপ সামলাতে না পেরে শুরুতেই ৩ উইকেট খুইয়ে বসে পাকিস্তান। তবে এর পর চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে কিছুটা হলেও পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিলেন সিদরা আমিন এবং নাতালিয়া পারভেজ। সিদরা-ই এ দিন দুই দলের মধ্যে একমাত্র ব্যাটার যিনি অর্ধশতানের গণ্ডি টপকেছেন। ১০৬ বলে ৯ টি চার ১ টি ছক্কার সাহায্যে শেষপর্যন্ত ৮১ রান করেন তিনি। উল্টোদিকে ৪৬ বলে নাতালিয়া করেন ৩৩। অবশ্য এই জুটির নেপথ্যে ভারতীয় ফিল্ডারদের অবদানও কম নয়। সব মিলিয়ে এ দিন মোট ৫ টি ক্যাচ ছেড়েছে হরমনপ্রীতের দল। এরই সঙ্গে যোগ হয় খারাপ আম্পায়ারিং। যার জেরে দুটি পরিষ্কার এলবিডব্লিউ থেকে বঞ্চিত হতে হয়েছে ভারতীয় দলকে।
তবে এর পরেও বড় জয় ছিনিয়ে নিতে অসুবিধা হল না অমল মুজুমদারের ছাত্রীদের। দলীয় ৯৫ রানের মাথায় নাতালিয়া ফিরতেই যে ধস নামে পাকিস্তান ইনিংসে তা আর সামাল দিতে পারেননি ওয়াঘার ওপারের মেয়েরা। মহিলাদের এ বারের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতই। তবে যেহেতু পাকিস্তান দল এ দেশে খেলতে আসবে না, তাই তাদের সমস্ত ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু তাতে যে আসলেই কিছু এসে যায় না, এ দিন যেন সেটাই হাতেকলমে প্রমাণ করে দিল ভারতের নারী বাহিনী। বোর্ডের নির্দেশে এই ম্যাচে টসের সময় প্রতিপক্ষ অধিনায়িকার সঙ্গে হাত মেলাননি হরমনপ্রীত। অর্থাৎ সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারতীয় পুরুষ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব যে টোনটা সেট করে দিয়েছিলেন, সেটাই জারি রাখেন তিনি। কাঙ্খিত ফলও পেলেন সূর্যের মতোই। পাশাপাশি এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান রেট +১.৫১) নিয়ে লিগ টেবিলের শীর্ষেও উঠে এলেন হরমনপ্রীতরা।