
পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু-র উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে লোকসভা সচিবালয়। বিজেপি সাংসদের উপর হামলার ঘটনাটি রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে এবং সংসদীয় মহলেও উদ্বেগের সঞ্চার করেছে।
সূত্র জানিয়েছে, লোকসভার সচিবালয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে একটি নোট পাঠিয়ে বলেছে, এই ঘটনায় কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটল, তা নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে বিস্তারিত “প্রকৃত তথ্য” (Factual Note) সংগ্রহ করে দ্রুত জানাতে হবে।
ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে, যেখানে খগেন মূর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। অভিযোগ, ওই সময় স্থানীয় বিক্ষোভকারীদের একটি দল তাঁদের গাড়ির উপর হামলা চালায়। গাড়ি ভাঙচুর করা হয়, এবং তাঁরা অল্পের জন্য রক্ষা পান। তবে বিজেপি সাংসদ মারাত্মকভাবে জখম হয়েছেন।
বিজেপির দাবি, এটি একটি “পরিকল্পিত রাজনৈতিক হামলা”, যার পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা যুক্ত।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের তরফে বলা হয়েছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক নাটক। বিজেপি নিজেদের প্রচারের জন্য এমন ঘটনা অতিরঞ্জিত করছে।
ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতৃত্ব কেন্দ্রের কাছে রাজ্য প্রশাসনের ব্যর্থতার প্রশ্ন তুলেছে, অন্যদিকে তৃণমূল অভিযোগ করছে, বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে নির্বাচন-পূর্ব রাজনীতি করছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, মন্ত্রক ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে। ওই রিপোর্ট লোকসভা সচিবালয়ে জমা পড়লে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।