
সম্প্রতি মুক্তি পেয়েছে ফারহান আখতার অভিনীত ছবি ‘১২০ বাহাদুর’-এর দ্বিতীয় টিজার। প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকরের প্রতি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তাঁরই জন্মবার্ষিকীতে, এই টিজার প্রকাশ করা হয়। বিশেষ এই টিজারে ব্যাকগ্রাউন্ডে ক্রমাগত বাজতে শোনা গিয়েছে লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গান ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ’। দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি টিজারটি।
ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারহান আখতার। এই ছবি চার্লি কোম্পানি-র অসাধারণ সাহস ও আত্মত্যাগের কাহিনি তুলে ধরবে। অভিনয়ে নিপুণতা আনতে হয়েছে আন্তর্জাতিক প্রশিক্ষণ। ছবিটির প্রস্তুতি পর্ব ছিল খুবই নিবিড়। এনিয়ে অভিনেতা ও পরিচালক উভয়েই একাধিকবার মুখ খুলেছেন। ছবিটির পটভূমিতে বিশ্বাসযোগ্যতা আনতে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে পরিচালক রজনিশ রাজী ঘাই জানান, “১২০ বাহাদুর ছবিতে চার্লি কোম্পানির সৈন্যদের ভূমিকায় যাঁরা অভিনয় করছেন, তাঁরা সত্যিই অসাধারণ। তাঁদের মধ্যে বেশিরভাগই প্রথমবার অভিনয় করছেন।” পরিচালক জানান, অভিনেতাদের এই চরিত্রগুলির জন্য অত্যন্ত কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। সৈন্যদের শারীরিক ভাষা থেকে শুরু করে তাদের যুদ্ধ-প্রস্তুতি প্রতিটি বিস্তারিত বিষয়কে বাস্তবসম্মত করার জন্য অনেক দূর হেঁটেছে টিম।
পরিচালক রজনিশ আরও জানান, “আমরা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ছবিতে কাজ করা একই আন্তর্জাতিক অ্যাকশন টিমকে নিয়ে এসেছি। সেই ছবিটি একাধিক অস্কার জিতেছিল। তারা আমাদের অভিনেতাদের অস্ত্র চালনা, শারীরিক ভাষা, হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট এবং একটি ৩০৩ রাইফেল কীভাবে ব্যবহার করতে হয়, তার নিবিড় প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েক মাস ধরে ভারতেই ছিলেন। অ্যাকশন টিম এবং আমাদের পক্ষ থেকে প্রচুর প্রস্তুতি নেওয়া হয়েছিল।”
তিনি আরও যোগ করেন, “আমি নিজে আর্মি-কিড হওয়ায় সামরিক জীবনের মূল বিষয়গুলি বুঝি, শৃঙ্খলা, বিস্তারিত তথ্যের প্রতি মনোযোগ, চালচলন। আমরা নিশ্চিত করেছি, এই সব কিছুই যেন পর্দায় নিখুঁতভাবে প্রতিফলিত হবে। আমার মনে হয়, সব অভিনেতারাই দুর্দান্ত কাজ করেছেন এবং খুব তাড়াতাড়ি সারা বিশ্ব তা দেখতেও পাবে।”
‘১২০ বাহাদুর’ ছবিটি পরিচালনা করেছেন রজনিশ ‘রাজী’ ঘাই। ছবিটি প্রযোজনা করেছে রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট এবং অমিত চন্দ্রার সংস্থা ট্রিগার হ্যাপি স্টুডিওস। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২০২৫ সালের ২১ নভেম্বর।