
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার ঘোষণা করলেন যে তিনি এখন থেকে জোহো মেইল ব্যবহার করবেন অফিসিয়াল ইমেইল যোগাযোগের জন্য। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এই ঘোষণা নিয়ে নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা—কারণ শাহ তাঁর বার্তাটি শেষ করেছেন একেবারে ডোনাল্ড ট্রাম্প-স্টাইলে: “Thank you for your kind attention to this matter.”
অমিত শাহ তাঁর পোস্টে লিখেছেন, “সবাইকে শুভেচ্ছা, আমি এখন থেকে জোহো মেইল ব্যবহার করছি। অনুগ্রহ করে আমার ইমেইল ঠিকানার এই পরিবর্তনটি মনে রাখুন। আমার নতুন ইমেইল ঠিকানা হলো – amitshah.bjp@zohomail.in
ভবিষ্যতে ইমেইল মারফত যোগাযোগের ক্ষেত্রে দয়া করে এই ঠিকানাই ব্যবহার করুন।
পোস্টের শেষে তিনি যোগ করেন, “এই বিষয়ে আপনার সদয় মনোযোগের জন্য ধন্যবাদ।”
এই বাক্যাংশটি নিয়ে অনেক নেটিজেন মনে করছেন, এটি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ঘোষণার ধাঁচে লেখা—সংক্ষিপ্ত, দৃঢ় ও স্টাইলিশ!
অমিত শাহের এই পদক্ষেপকে ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে। জোহো একটি দেশীয় সফটওয়্যার কোম্পানি, যা ইমেইল থেকে শুরু করে অফিস প্রোডাক্টিভিটি টুল পর্যন্ত বিভিন্ন ডিজিটাল পরিষেবা দেয়।

সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের অন্যান্য দপ্তরেও ধীরে ধীরে জোহো-র ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে রেল এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জোহো-র অফিস স্যুট ব্যবহার শুরু করেছেন।
বিশেষজ্ঞদের মতে, সরকারের শীর্ষ পর্যায়ে জোহো-র গ্রহণযোগ্যতা ভারতের ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিত করার দিকেই ইঙ্গিত করছে। বিদেশি টেক প্ল্যাটফর্মের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিকে উৎসাহ দেওয়ার দিকেই এটি একটি দৃঢ় পদক্ষেপ।
অমিত শাহের এই ঘোষণা কেবল ইমেইল পরিবর্তনের নয়, বরং একটি প্রতীকী বার্তা—ভারতের ডিজিটাল ক্ষেত্রেও দেশীয় প্রযুক্তির প্রতি আস্থা ও আত্মনির্ভরতার অঙ্গীকার।