
সামনেই বিহার ভোট। নানা ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ ক্রমশ বদলাচ্ছে। এসবের মধ্যেই লোকজনশক্তি পার্টির (রাম বিলাস) প্রধান চিরাগ পাসোয়ান দলের নেতাদের নিয়ে জরুরি মিটিং ডাকলেন। বৃহস্পতিবার সকালে এই মিটিং হবে বলে দল সূত্রে জানা গিয়েছে।
সামনেই বিহার বিধানসভা ভোট। তার আগে আসন ভাগাভাগি নিয়ে ইতিমধ্যেই একাধিক দলের মধ্যে মন কষাকষি শুরু হয়েছে। সূত্রের খবর, আসন ভাগাভাগি চূড়ান্ত হওয়ার আগেই, JD(U) তাদের প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত ব্যাপারে একেবারে দিনক্ষণ ঠিক করে ফেলেছে। এর জেরে বেজায় চটেছেন চিরাগ পাসোয়ান। তার জেরেই এবার দলের সদর দপ্তরে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মিটিং ডাকা হয়েছে।
এই মিটিংয়ে দলের সমস্ত এমপি, দলীয় নেতৃত্বের থাকার কথা রয়েছে। আসলে বিজেপির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়নি এখনও। তবে কোন রকম আপোস করতে রাজি নয় চিরাগ পাসোয়ানের দল। সূত্রের খবর বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করার জন্যই এই মিটিং ডাকা হয়েছে। সেক্ষেত্রে বিহার ভোটের আগে এবার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।