
আগামী বছরই ফিফা বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মাটিতে। বিশ্বকাপ জিতে কেরিয়ারটা অবশ্যই স্মরণীয় করে রাখতে চাইবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বিশ্বকাপ খেলতে নামার আগেই এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে ফেললেন সি আর সেভেন। প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হয়েছেন পর্তুগিজ তারকা।
কেরিয়ারে ইতিমধ্যেই ৯৪৬ গোল করে ফেলেছেন রোনাল্ডো। দৌড়াচ্ছেন হাজারের লক্ষ্য। ৪১ বছর বয়সেও তিনি এতটাই ফিট যে নিয়মিত খেলছেন দেশের হয়ে। আধুনিক ফুটবলে সত্যিই এক বড় বিস্ময় তিনি। মাঠ এবং মাঠের বাইরে ছুঁয়েছেন একাধিক সাফল্য। আর এ বার ধনসম্পত্তির দিক থেকেও সাফল্যের নয়া পালক তাঁর মুকুটে।
ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, রোনাল্ডোর মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৩১ কোটি টাকা। তাঁর ধারেকাছেও নেই লিওনেল মেসি বা অন্য কোথাও তারকা ফুটবলার। মেসির পুরো সম্পত্তির পরিমাণ মাত্র পরিমাণ ৬০০ মিলিয়ন ডলার। মূলতঃ গত ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই মেসিকে পিছনে ফেলে অনেক দূর এগিয়ে গিয়েছেন রোনাল্ডো।
পর্তুগিজ তারকা ক্লাব থেকে পারিশ্রমিক পান ২০০ মিলিয়ন ডলার। যার জন্য কোনও কর দিতে হয় না তাঁকে। এ ছাড়া বাড়তি ৩০ মিলিয়ন ডলার পান বোনাস হিসেবেও। অন্যদিকে ক্লাবের শেয়ারের পাশাপাশি ব্যক্তিগত জেট ব্যবহার করার অনুমতিও রয়েছে তাঁর। সব মিলিয়ে ২ বছরে রোনাল্ডো রোজগার করেছেন প্রায় ৫৫০ মিলিয়ন ডলার।
তবে সি আর সেভেনের এত বিপুল পরিমাণ ধনসম্পত্তির কারণ শুধু সেটিই নয়। এই বিপুল অঙ্কের মাইনে এবং সুযোগ সুবিধার পাশাপাশি বিভিন্ন স্পন্সরশিপ এবং নিজের ব্যক্তিগত ভেঞ্চার থেকেও মোটা টাকা আয় করেন তিনি। বিশেষ করে নাইকির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে বছরে তাঁর রোজগার ১৮ মিলিয়ন। এ ছাড়া আর্মানি এবং ক্যাস্ট্রল থেকে বছরে আয় ১৭৫ ডলার। অন্যদিকে লিসবনে ২০ মিলিয়ন ইউরো মূল্যের একটি বিশাল এস্টেটও রয়েছে রোনাল্ডোর। সব মিলিয়েই মেসিসহ ফুটবল বিশ্বের সকলকেই পিছনে ফেলে প্রথম বিলিয়নিয়ার হয়েছেন তিনি।