
বিহার রাজনীতিতে ফের তোলপাড়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বুধবার কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও চেনারী কেন্দ্রের বিধায়ক মুরারী প্রসাদ গৌতম পদত্যাগ করলেন। তিনি নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা জমা দিয়েছেন বলে জানিয়েছে বিহার বিধানসভা সচিবালয়। ফলে রোহতাস জেলার সংরক্ষিত আসনটি এখন শূন্য বলে ঘোষিত হয়েছে।
গৌতম পিটিআই-কে জানিয়েছেন, “আমার পদত্যাগের পেছনে কোনও নির্দিষ্ট কারণ নেই। আমি শুধু ইস্তফা দিয়েছি।” তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, তিনি শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন।
প্রসঙ্গত, মুরারী প্রসাদ গৌতম ২০২০ সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়ে আসেন। তিনি নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন সরকারের মন্ত্রীও ছিলেন। কিন্তু পরবর্তীতে জেডিইউ (JD(U)) এনডিএ-তে ফিরে আসার পর গৌতমকে দেখা যায় তত্কালীন ট্রেজারি বেঞ্চের সঙ্গে বসতে। এরপর থেকেই কংগ্রেস তাঁর দলত্যাগের অভিযোগ তুলে বিধানসভায় তাঁর অযোগ্যতার দাবি জানায়। সেই আবেদন বর্তমানে স্পিকার নন্দ কিশোর যাদবের বিচারাধীন।
বিহারে আগামী ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগণনা ১৪ নভেম্বর। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে গৌতমের এই পদত্যাগে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আসতে চলেছে বলেই মনে করছে বিশ্লেষক মহল।
কংগ্রেস শিবিরে একে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে, কারণ চেনারী আসনটি দলটির জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হত। অন্যদিকে, বিজেপি শিবিরে গৌতমের যোগদানের সম্ভাবনায় উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয়, প্রাক্তন এই মন্ত্রীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হয় এবং তা নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে।