
বৃহস্পতিবার ৭ অক্টোবর মুম্বাইয়ে ইয়াশ রাজ ফিল্মস স্টুডিওতে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ভারতের প্রধান চলচ্চিত্র প্রযোজনা সংস্থাগুলি অন্যতম ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে আগামী বছর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বড় পরিসরের চলচ্চিত্র নির্মাণ শুরু করবে বলে ঘোষণা করলেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডন থেকে আগমনের পর মুম্বাই পৌঁছান এবং কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ইয়াশ রাজ ফিল্মসের স্টুডিওতে যান। এই সফরের সময় তিনি ভারতের বেশ কিছু শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজকদের সঙ্গে দেখা করেন। এতে ছিলেন ইয়াশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিদ্বানী, চেয়ারপার্সন আদিত্য চোপড়ার স্ত্রী অভিনেত্রী রানি মুখার্জী, ম্যাডক ফিল্মস-এর দিনেশ বিজান, এক্সেল এন্টারটেইনমেন্ট-এর ঋতেশ সিধওয়ানি এবং ধর্মা প্রোডাকশনস-এর অপূর্ব মেহতা।
স্টারমার এক বিবৃতিতে বলেন, “বলিউড আবার যুক্তরাজ্যে ফিরছে, এবং এটি চাকরি, বিনিয়োগ এবং সুযোগ নিয়ে আসছে। পাশাপাশি যুক্তরাজ্যকে বিশ্বমানের চলচ্চিত্রনির্মাণের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করছে। এই অংশীদারিত্ব আমাদের ভারতের সঙ্গে ট্রেড চুক্তি উদ্দীপ্ত করবে, যা অর্থনৈতিক বৃদ্ধি, সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করা এবং দেশজুড়ে কমিউনিটির জন্য ফলপ্রসূ হবে।”
স্টারমারের সঙ্গে ভারতের প্রযোজকদের বৈঠক আনুমানিক ৩০–৪০ মিনিট স্থায়ী হয়। ইয়াশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিদ্বানী বলেন, “স্টুডিওয় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে স্বাগত জানানো আমাদের জন্য বড় সম্মান। যুক্তরাজ্য আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছে এবং কিছু আমাদের সবচেয়ে আইকনিক চলচ্চিত্র, যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, এই সুন্দর ও অতিথি পরায়ন দেশেই চিত্রায়িত হয়েছে।”
তিনি আরও বলেন, “আজ আমরা ইয়াশ রাজ ফিল্মসের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করতে পেরে আনন্দিত এবং ভারতের সঙ্গে যুক্তরাজ্য কিভাবে বৈশ্বিক কনটেন্ট শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারে, তা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি।”
ইয়াস রাজ ফিল্মস ঘোষণা করেছে, তারা ২০২৬ সালের শুরু থেকে যুক্তরাজ্যে বড় পরিসরের চলচ্চিত্র নির্মাণ শুরু করবে। বিদ্বানী বলেন, “দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে-এর ৩০তম বার্ষিকীতে ইয়াস রাজ ফিল্মস এবং যুক্তরাজ্যের চলচ্চিত্র সম্পর্ক পুনরায় জাগ্রত করা সত্যিই বিশেষ। এই সময়ে আমাদের সংস্থা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে-এর একটি স্টেজ এডাপ্টেশন, ইংরেজি মিউজিক্যাল ‘Come Fall in Love’ (CFIL), যুক্তরাজ্যে তৈরি করছে।”
তিনি আরও বলেন, “আমরা আবার যুক্তরাজ্যের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পেরে আনন্দিত এবং সেই দেশে ফিরতে পেরে খুশি। তাঁরা আমাদের সবসময় খুব সহানুভূতি দেখিয়ে গ্রহণ করেছে। যুক্তরাজ্যের অবকাঠামো, প্রযুক্তি এবং প্রতিভা অনন্য।”
রাজ ফিল্মস আগামী ১২ অক্টোবর তাদের ২০ বছর বর্ষপূর্তি উদযাপন করতে চলেছে। তার আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের শহর বেশ গুরুত্বপূর্ণ। এদিন গাবর সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের চলচ্চিত্র শিল্পের প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট, ব্রিটিশ ফিল্ম কমিশন, পাইনউড স্টুডিও, এলস্ট্রি স্টুডিও এবং সিভিক স্টুডিওস-এর প্রতিনিধিরা।