
জুবিন গার্গের মৃত্যুর তদন্তে এবার বড় পদক্ষেপ নিল অসম পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। বুধবার গায়কের খুড়তুতো ভাই ও অসম পুলিশের ডেপুটি এসপি সন্দীপন গর্গকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল। সন্দীপন গর্গ বর্তমানে কামরূপ জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে কর্মরত। তিনি গত মাসে জুবিন গর্গের সঙ্গে সিঙ্গাপুর গিয়েছিলেন এবং ১৯ সেপ্টেম্বর সাগরে সাঁতার কাটতে গিয়ে গায়কের মৃত্যুর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
এই নিয়ে মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি সূত্রে জানা গেছে, সন্দীপনকে এর আগে চারদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কামরূপ মেট্রোপলিটন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সিআইডি-এর ১০ সদস্যের সিট-এর নেতৃত্বে থাকা বিশেষ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এম.পি. গুপ্তা বলেন, “আজ আমরা সন্দীপন গার্গকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছি। তদন্ত চলছে, তাই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তাকে আদালতে তোলা হবে এবং আমরা পুলিশ হেফাজতের আবেদন জানাব।”
এই মামলায় এর আগে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভেলের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেফতার করেছে সিআইডি। বর্তমানে তাঁরা হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সী জনপ্রিয় গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টির সময় স্কুবা ডাইভিং করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান। এই পার্টির আয়োজন করেছিলেন কয়েকজন প্রবাসী অসমীয়া। প্রথমে মামলাটি ‘Culpable Homicide Not Amounting to Murder’, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু ধারায় নথিভুক্ত করে সিআইডি। পরে চারজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর খুনের ধারা যোগ করা হয়।
ইতিমধ্যেই শ্যামকানু মহন্তের গুয়াহাটির বাড়ি থেকে বেশ কিছু সিল ও নথিপত্র উদ্ধার হওয়ার পর আর্থিক অনিয়মের অভিযোগে আলাদা মামলা দায়ের করে সিআইডি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার বলেন, কেন্দ্রীয় সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই মামলায় যুক্ত হয়েছে। বুধবারই ইডি শ্যামকানু মহন্তের অফিস ও বাড়িতে অভিযান চালাতে পারে বলেও জানা গেছে।