
‘ঠগ বাছতে গাঁ উজাড়’ হওয়ার জোগাড়। হিমাচল প্রদেশের রোনহাটের একটি সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপালের লেখা চেক নিয়ে হুলস্থুল বেঁধেছিল সপ্তাহ দুয়েক আগে। ইংরেজিতে লেখা ১ হাজার ৬১৬ টাকার সেই চেকে ছিল ছত্রে ছত্রে বানান ভুল। যা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছিল। এবার সেই প্রিন্সিপালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য সরকার। তাঁকে ধরানো হল সাময়িক বরখাস্তের চিঠি। কিন্তু ঘটনার টুইস্ট অন্য জায়গায়। হিমাচল প্রদেশের শিক্ষা দপ্তর অভিযুক্ত শিক্ষকের নামে সাসপেন্ডের যে চিঠি পাঠিয়েছে, সেটিতেই ধরা পড়েছে অসংখ্য বানান ভুল! যে সাসপেনশন অর্ডার পাঠানো হয়েছে, তাতে ছাপার অক্ষরে লেখা রয়েছে ‘Sirmour’, ‘Educatition’, ‘Princpal’ -এর মতো একাধিক ভুল বানান। রাজ্যের শিক্ষা পরিচালক রাজীব ঠাকুর স্বীকার করেছেন এই ভুলগুলির কথা। তবে তাঁর দাবি, ‘চিঠিতে থাকা ভুলগুলি খুব সহজেই সংশোধন করে নেওয়া যায়। কিন্তু ওই প্রিন্সিপাল যে ভুল করেছেন, তা শব্দের গঠনই পাল্টে দিয়েছিল।’
