
বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত অন্তত ২৭। আশঙ্কাজনক ৩ জন। সকলেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি আছেন। জানা গেছে, মেদিনীপুর থেকে বাঁকুড়ার সারেঙ্গাগামী বাসটি চিংড়িশোল নামে একটি জায়গায় ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এরপর ট্রাকটি সজোরে একটি গার্ডওয়ালে ধাক্কা খায় এবং তারপর বাস ও ট্রাক দুটিই একসঙ্গে উল্টোদিকে থাকা একটি বড় গাছে গিয়ে ধাক্কা মারে। এলাকার লোকজনের অভিযোগ, বাস এবং ট্রাক দুটিরই গতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। এধরনের দুর্ঘটনা এড়াতে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।