
খুন হলেন তরুণ বলিউড অভিনেতা প্রিয়াংশু ঠাকুর। বয়স হয়েছিল মাত্র ২১ বছর। অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্ড’ ছবিতে বাবু ছেত্রী নামের একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। পুলিশ জানিয়েছে, প্রিয়াংশুকে তাঁরই কাছের এক বন্ধু ছুরি দিয়ে কুপিয়ে এবং তারপর পাথর দিয়ে থেঁতলে হত্যা করেছে। অভিযুক্তের নাম ধ্রুব সাহু। বুধবার রাতে সে অভিনেতার নাগপুরের বাড়িতে আসে। দুজনে মদ্যপান করে বলেও জানা গেছে। তারপরই দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। ধ্রুব পুলিশকে জানিয়েছে, মুহূর্তের উত্তেজনায় সে অভিনেতাকে হত্যা করেছে। জানিয়েছে, গুরুতর আহত প্রিয়াংশুকে সে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। যাতে সে ডাক্তার বা পুলিশ ডাকতে না পারে। এদিন রাতেই স্থানীয়রা প্রিয়াংশুর অর্ধনগ্ন দেহ উদ্ধার করে।
