
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তিনি এমনভাবে কাজ করছেন যেন দেশের “অ্যাক্টিং প্রধানমন্ত্রী”। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি সতর্ক করে বলেছেন, অমিত শাহের ওপর অন্ধভাবে ভরসা করা ঠিক হবে না।
বুধবার এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “অমিত শাহ অ্যাক্টিং প্রধানমন্ত্রী হিসেবে আচরণ করছেন। কিন্তু প্রধানমন্ত্রী সব জানেন। আমি দুঃখিত হলেও বলছি – মোদীজি, সবসময় অমিত শাহের ওপর অন্ধভাবে বিশ্বাস করবেন না। একদিন তিনিই আপনার মীরজাফর হয়ে যাবেন।”
এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিজেপি নেতৃত্ব এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে দলীয় সূত্রে জানা গেছে, মমতার বক্তব্যকে ‘রাজনৈতিক নাটক’ হিসেবেই দেখা হচ্ছে।
মমতা অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের জন্য যে এসআইআর প্রক্রিয়া চলছে, তা অমিত শাহের নির্দেশে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “প্রবল বৃষ্টি, উৎসবের সময়, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মাত্র ১৫ দিনের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা কীভাবে সম্ভব? এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উদ্যোগ।”
মমতার দাবি, এসআইআর-এর মাধ্যমে রাজ্যে ভোটার তালিকা থেকে বিরোধীদের সমর্থকদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও বলেন,“সবই অমিত শাহের খেলা। তিনি এমনভাবে দেশ নিয়ন্ত্রণ করছেন যে প্রধানমন্ত্রীও তা জানেন। আমি বহু সরকার দেখেছি, কিন্তু এমন স্বৈরাচারী শাসন আগে কখনও দেখিনি।” তাঁর মতে, দেশের প্রশাসনিক ও সাংবিধানিক কাঠামো এখন এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে মমতার এই মন্তব্য বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে নীরব অস্বস্তি বাড়াতে পারে। তিনি একদিকে অমিত শাহের আধিপত্যের ইঙ্গিত দিয়েছেন, অন্যদিকে মোদীর নেতৃত্বের প্রতি আস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া, বিরোধী জোটের রাজনীতিতে তিনি আবারও এই বক্তব্যের মাধ্যমে নিজের গুরুত্ব তুলে ধরতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।