
এশিয়া কাপের বিতর্ক পিছু ছাড়ছে না মহসিন নকভির। সূত্রের খবর, গত সপ্তাহে পাক ক্রিকেটার আবরার আহমেদের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পাক ক্রিকেট বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নকভি। সেখানেও এশিয়া কাপ ট্রফির ভবিষ্যৎ নিয়ে জনৈক সাংবাদিকের এক অত্যন্ত বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।
এশিয়া কাপ জিতেও নকভির হাত থেকে ট্রফি নিতে আপত্তি জানিয়েছিল টিম ইন্ডিয়া। নকভি যেহেতু এশীয় ক্রিকেট কাউন্সিল বা পাক বোর্ডের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, সে কারণেই তাঁর হাত থেকে ট্রফি না নেওয়ার পণ করেছিলেন সূর্য কুমার যাদব অ্যান্ড কোং। এ দিকে নকভিও ছিলেন নাছোড়বান্দা। ভারতীয় দল তাঁর হাত শিরোপা নিতে না চাওয়ায় এশিয়া কাপ ট্রফি এবং বিজয়ীদের পদকগুলি সঙ্গে নিয়ে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে চলে যান।
এই ঘটনার জেরে চ্যাম্পিয়ন হওয়ার পরেও ট্রফি হাতে পায়নি ভারতীয় ক্রিকেট দল। এ দিকে সূত্র জানিয়েছে, এই মুহূর্তে এশিয়া কাপ ট্রফিটি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের দফতরে। কিন্তু সেটি কখন এবং কীভাবে ভারতকে হস্তান্তর করা হবে তা এখনও নিশ্চিত নয়। কারণ নকভি শর্তই দিয়েছেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলকে দুবাই এশীয় ক্রিকেট কাউন্সিলের সদর দফতরে এসে তাঁর হাত থেকেই নিতে হবে।
এই টানাপড়েনের মাঝেই খাস নিজের দেশেই এশিয়া কাপ ট্রফির ভবিষ্যৎ প্রসঙ্গে বাউন্সারের মুখে পড়তে হল শাহবাজ শরীফ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে। গত সপ্তাহে করাচিতে ক্রিকেটার আবরার আহমেদের বিয়ে উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে একাধিক নামীদামী ক্রিকেট ব্যক্তিত্বদের পাশাপাশি হাজির হয়েছিলেন নকভি। সেখানেই এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন জনৈক সাংবাদিক। এই মুহূর্তটি সমাজ মাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানেরই এক চ্যানেল।
আবরারের বিয়ের অনুষ্ঠানে এক সাংবাদিক সহসাই মহসীন নকভিকে জিজ্ঞাসা করছেন, “এশিয়া কাপ ট্রফির ভবিষ্যৎ কী?” ঠিক এমনটাই দেখা গিয়েছে উক্ত ভিডিওতে। কিন্তু প্রশ্নটি এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের জন্য এতটাই বিব্রতকর ছিল যে তিনি কোনও জবাব দেননি। এই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি ভিড় সরিয়ে নকভিকে তাঁর গাড়িতে তুলে দেন।
সব মিলিয়ে এই একটি প্রশ্নেই নকভি কতটা অস্বস্তির মধ্যে পড়েছিলেন তা পরিষ্কার। প্রশ্নটির পর তিনি যেভাবে সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন তাতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নয়া জল্পনা। এ দিকে এশিয়া কাপের ট্রফি বিজয়ীদের হস্তান্তর না করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যেই নকভির বিরুদ্ধে আনা হয়েছে দায়িত্ববিধি এবং আনুষ্ঠানিক প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ। বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে যে, বিষয়টি তারা নভেম্বরে আসন্ন আইসিসির সভায় উত্থাপন করবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন রীতিমতো ঘোরালো।