
পাখির চোখ ২০২৬ বিধানসভা ভোট। সেদিকে লক্ষ রেখেই তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খেলা হবে টিমের ১৫ জনের নতুন কোর কমিটি গঠন করা হল। এই কমিটিতে সিলমোহর দিয়েছেন দলের রাজ্য ইনচার্জ রাজীব বসু।
বিরোধীদের অপপ্রচার এবং কুৎসার জবাব দিতেই সোশ্যাল মিডিয়া কমিটিকে ঢেলে সাজা হল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে তারা কাজেও নেমে পড়েছে।
এই ১৫ জন কোর কমিটিতে রয়েছেন সুব্রত বিশ্বাস, বিভাস মাহাত, শুভ্র প্রতীম রায়, নাসির আহমেদ, প্রদীপ কুমার মণ্ডল, অভিজিৎ সিনহাবাবু, কবীর আলি, অলোক গুরুং, নূর ইসলাম, দীপ মোহন রায়, অর্জুন দাস, রাহুল সেন, আতিকুল রহমান, শাহিদ আলম, সাহিল আহমেদ।