
বৃহস্পতিবার সন্ধ্যায় এবছরের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হল। নোবেল কমিটি জানিয়েছে, ‘ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তিশালী ভূমিকা দেখানো এবং প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য’ এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে হাঙ্গেরির লেখক লাজলো ক্রাজনাহোরকাইকে।
লাজলো ডিস্টোপিয়ান ও বিষণ্ণতাময় উপন্যাসগুলোর জন্য বিখ্যাত। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে, সাটানট্যাঙ্গো, দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স। এগুলো পরবর্তীতে সিনেমাও হয়। তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ২০১৯ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার জেতেন।
উল্লেখ্য, ১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে তিনি জন্মগ্রহণ করেন।