
ভারত ও সিলেটের বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড। বুধবার ৮ অক্টোবর পরিচালিত এই অভিযানে আটক করা গবাদিপশুর বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া গবাদিপশুগুলো বিজিবি সদস্যরা আটক করতে সক্ষম হন।
অভিযানে উদ্ধার হওয়া গরু ও মহিষগুলো পরে সংশ্লিষ্ট থানার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক আরও জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ চোরাচালান প্রতিরোধ, মাদক পাচার ও অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সবসময় সতর্ক ও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর উৎসব বা বড় বাজারের সময় সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু ও মহিষের অবৈধ পাচার বেড়ে যায়। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়। সাম্প্রতিক অভিযানে বিপুল পরিমাণ গবাদিপশু আটক হওয়ায় স্থানীয় বাসিন্দারাও বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।