
পুরসভা নিয়োগ দুর্নীতি তদন্তে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও উত্তর দমদমে অন্তত ১০টি স্থানে তল্লাশি চালানো হয়। এই অভিযান বিশেষ চাঞ্চল্য তৈরি করেছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং তাঁর ঘনিষ্ঠ মহলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে।
সবার নজর ছিল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর ধাবা। সকাল সাড়ে সাতটা নাগাদ গোলাঘাটার এই ধাবায় পৌঁছায় ইডির প্রায় ২০ জনের দল। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র সদস্য। ধাবার প্রতিটি কোণায় তল্লাশি চালানো হয় এবং সব কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও ধাবার নথি ও আর্থিক লেনদেনের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
সুজন সূত্রে জানা যায়, ধাবা থেকে শুরু করে মন্ত্রীর বাড়ি এবং অফিস পর্যন্ত অভিযান চলেছে। এই অভিযানকে মন্ত্রী “রাজনৈতিক ষড়যন্ত্র” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “ভোটের সময়ই এমন ঘটনা ঘটে। আমাদের বিরুদ্ধে প্রমাণ তো কিছুই দেখানো যায়নি।”
তল্লাশি শুধুমাত্র মন্ত্রীর পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; মন্ত্রীর ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়ি ও গোডাউনেও অভিযান চালানো হয়েছে। নিতাই দক্ষিণ দমদম পুরসভার ভাইস-চেয়ারম্যান এবং মন্ত্রীর সহায়ক হিসেবে পরিচিত।
রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনার ফলে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীরা অভিযোগ করেছেন, “পুরসভা দুর্নীতির পাহাড়ে ডুবে আছে।” শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি রাজনৈতিক প্রতিহিংসার চেষ্টা ছাড়া কিছু নয়।
রাজ্যের ভোট এবং প্রশাসনিক দুর্নীতি নিয়ন্ত্রণের খবরে এই অভিযান নতুন দিক এনে দিয়েছে রাজনীতিতে।
