
পুর নিয়োগ দুর্নীতি মামলার জের ধরে দক্ষিণবঙ্গের দমকলমন্ত্রী ও বিধায়ক সুজিত বসুর ওপর ইডির চাপ বেড়েই চলেছে। শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া তল্লাশিতে সল্টলেকের মন্ত্রীর অফিস পরবর্তী নজর এবার তার রেস্তরাঁয়। গত কয়েক মাসে ইডির নজরেই এসেছে মন্ত্রীর অফিস, বাড়ি এবং বিভিন্ন সহায়ক ব্যক্তিদের ঠিকানা।
প্রথমে মন্ত্রীর বাড়ি তল্লাশি হলেও সল্টলেকের বি সি ব্লকের অফিসের বিষয়ে ইডি পূর্বে অবগত ছিল না। তাই আজ সকাল থেকেই অফিস থেকে অভিযান শুরু হয়। পাশাপাশি নাগেরবাজার এবং কাঁকুড়গাছি মিলিয়ে ৬টি জায়গায় সকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে। পুর নিয়োগ দুর্নীতির তথ্যপ্রমাণের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হচ্ছে।
এছাড়াও লেকটাউনে নিতাই দত্তের বাড়িতেও ইডি অফিসাররা পৌঁছেছেন। সুজিত বসুর পুরসভার ভাইস চেয়ারম্যান থাকা সময়ে নিতাই দত্ত ছিলেন তাঁর আপ্ত সহায়ক। নাগেরবাজারে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট দীপক দে এবং কাঁকুড়গাছিতে অডিটর সঞ্জয় পোদ্দারের বাড়িতেও জিজ্ঞাসাবাদ চলছে। এরা সরাসরি পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে সূত্রের দাবি।
ইডি জানিয়েছে, এই অভিযান ডিজিটাল প্রমাণের ভিত্তিতে করা হচ্ছে। প্রমাণাদি যাচাইয়ের পর প্রাসঙ্গিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২০২৪ সালের জানুয়ারিতে মন্ত্রী সুজিত বসুর একাধিক বাড়িতে ১৪ ঘণ্টা ধরে অভিযান চলেছিল। এবারও সেই ধারাবাহিকতায় অফিস, বাড়ি ও রেস্তরাঁতে তল্লাশি চালানো হচ্ছে।
রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থা সক্রিয় হওয়ায় চাপ বাড়ছে। তবে ইডি স্পষ্ট করেছে, এটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং তথ্যপ্রমাণ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।
সুপ্রভাত থেকে কলকাতার নানা এলাকায় অভিযান চলার ফলে এলাকার সাধারণ মানুষও আতঙ্কিত। বিশেষ করে এই ধরনের তল্লাশি নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াচ্ছে।
