
ক্রিকেট তারকা হার্দিক পাণ্ড্য ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল যে, বছর ২৪-এর মডেল মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্ক গড়ে উঠছে। শুক্রবার সকালে কালো পোশাক পরে মুম্বই বিমানবন্দরে আসেন যুগল, যেখানে হার্দিক নিজে হাত ধরে মাহিকাকে আগলে রাখেন। মুহূর্তের মধ্যেই এই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে, হার্দিকের প্রাক্তন প্রেমিকা ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়া তাঁর সামাজিক মাধ্যম পোস্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, “হয়তো আমি সিঙ্গল, হয়তো প্রাক্তনের সঙ্গে আছি। হয়তো আমি তোমার।” মাইলি সাইরাসের একটি বিজ্ঞাপনী গানের লাইন ব্যবহার করে জেসমিন যেন হার্দিকের প্রতি নিজের অনুভূতির ইঙ্গিত দিয়েছেন।
অনুরাগীরা দেখেছেন, মাহিকার কিছু বৈশিষ্ট্য হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে মিল রয়েছে। যেমন মডেলিংয়ে শুরু, শরীরচর্চা ও অভিনয়ের প্রতি আগ্রহ। নাতাশা তাঁর অভিনয়জীবন শুরু করেছিলেন ২০১৩ সালে, আর মাহিকাও ২০১৯ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তবে, দুজনেরই অভিনয় এখনও বড় সাফল্য পায়নি।
ক্রিকেটার হার্দিকের ব্যক্তিগত জীবনের এই উত্তেজনাপূর্ণ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও আলোচনা উভয়ই উস্কে দিয়েছে। জেসমিনের মন্তব্য ও হার্দিক-মাহিকার প্রকাশ্য উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন বিতর্ক তৈরি করেছে।
