
৬০ কোটি টাকা ঋণ ও বিনিয়োগ জালিয়াতির অভিযোগে ব্যবসায়ী রাজ কুন্দ্রা এবং বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি মুম্বই পুলিশ-এর ইকোনমিক অফেন্সেস উইং-এর জিজ্ঞাসাবাদে উপস্থিত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দীপক কোঠারিকে প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগে প্ররোচিত করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ওই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে।
রাজ কুন্দ্রা জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁর ব্যবসা ২০১৬ সালের নোট বাতিলের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। বৈদ্যুতিক ও গৃহস্থালী যন্ত্রপাতি ব্যবসায় ক্ষতি হওয়ায় কোম্পানি ঋণ পরিশোধে ব্যর্থ হয়। শিল্পা শেট্টি জানিয়েছেন, তিনি কোম্পানির দৈনন্দিন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন না।
দু’জনের বিদেশ যাত্রা সীমিত করতে LOOK OUT CIRCULAR (LOC) জারি হয়েছে। তাঁরা আদালতে LOC স্থগিত করার আবেদন করেছিলেন, কিন্তু হাইকোর্ট জানিয়েছে, পুরো ৬০ কোটি টাকা না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে না। আদালত কেবল পেশাগত কাজে সীমিত ভ্রমণের অনুমতি দিতে পারে।
এই মামলায় রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি ইতিমধ্যেই কয়েকবার জিজ্ঞাসাবাদে উপস্থিত হয়েছেন। আদালত তাঁদের সহযোগিতা স্বীকার করেছে। পরবর্তী শুনানি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
