
রাজ্যে জোরকদমে চলছে SIR-এর প্রস্তুতি, এ আবহেই আজ নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি SIR সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় এবং ভোট প্রক্রিয়া ২৫ এপ্রিলের মধ্যে শেষ না হয়, তবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হবে। শুভেন্দু বলেন, SIR যে কোনো দিন, যে কোনো মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে করতে কোনো আইনি বাধা নেই।
এই আবহে রাজ্যে ফের তৈরি হয়েছে উত্তেজনা। গত ৫ অগাস্ট ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার অফিসার এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করতে এবং FIR দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তবে রাজ্য সরকার নির্দেশ আংশিক মানার কারণে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
শুভেন্দু অধিকারী বিহারের উদাহরণ দিয়ে বলেন, সেখানে সরকার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় SIR সফল হয়েছে, তাই রাজ্যের BLO-রা নির্ভয়ে কাজ করতে পারবেন কিনা তা সন্দেহের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও কমিশনের সমালোচনা করেছেন, বলেন ১৫ দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হবে, নইলে ঈশ্বরও পারবে না।
SIR শুরুর আগেই রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়ে রাজ্যের ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। দুই পক্ষের সংঘাত ও নির্বাচন কমিশনের নির্দেশ মানা না হওয়ায়, রাজ্যের ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে এখনই সংশয় দেখা দিয়েছে।
