
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে আরেকবার নজির গড়লেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়ওয়াল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করে তিনি তুলে নিলেন এক চমকপ্রদ শতরান, আর সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অধিনায়ক গ্রেম স্মিথের বিশ্ব রেকর্ড।
মাত্র ১৪৫ বলে ১০০ রান পূর্ণ করেন জয়সওয়াল, যা তাঁর ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। উল্লেখযোগ্যভাবে, তিনি তাঁর অভিষেক সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই শতরান করেছিলেন। এবার সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে আরও পরিণত ও মার্জিত ইনিংস খেললেন তিনি।
এই সেঞ্চুরির মাধ্যমে যশস্বী হয়ে গেলেন ২৩ বছরের মধ্যে ওপেনার হিসেবে সাতটি টেস্ট শতরান করা ক্রিকেটার, যার সঙ্গে সমান রেকর্ড রয়েছে শুধুমাত্র গ্রেম স্মিথের।
শুরুর দিকে সতর্ক ব্যাটিংয়ের পর ধীরে ধীরে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন জয়সওয়াল। তাঁর ইনিংসে ছিল ৬টি চার, যদিও তিনি কোনও ছক্কা মারেননি। নিখুঁত টাইমিং ও ক্লাসিক স্ট্রোক-প্লের মিশেলে এই ইনিংস দর্শকদের মুগ্ধ করেছে।
ভারতের ইনিংসের ভিত্তি গড়ে তোলার পাশাপাশি জয়সওয়ালের ব্যাটিংয়ে ছিল পরিপক্কতার ছাপ। সিনিয়র ব্যাটারদের মতোই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে তিনি প্রমাণ করেছেন যে ভারতীয় ব্যাটিং ভবিষ্যৎ এখন নিরাপদ হাতে।
এই সেঞ্চুরি তাঁকে এমন এক এলিট ক্লাবে নিয়ে গেছে যেখানে খুব কম ক্রিকেটারই পৌঁছাতে পেরেছেন। টেস্ট ক্রিকেটে দ্রুততম ওপেনার হিসেবে সাতটি শতরান করার নজির এখন ভাগাভাগি করছেন জয়সওয়াল ও স্মিথ।
পরিসংখ্যানে যশস্বী জয়সওয়াল:
•টেস্ট সেঞ্চুরি: ৭
•দ্রুততম সেঞ্চুরি (ওপেনার হিসেবে): ১৪৫ বল
•২৩ বছরের মধ্যে ওপেনারদের মধ্যে সর্বাধিক শতরান: ৭ (সমান গ্রেম স্মিথের সঙ্গে)
•অভিষেক সিরিজ ও পুনরায় একই দলের বিরুদ্ধে শতরান
ভারতীয় দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দাপট দেখাচ্ছে। যশস্বী জয়সওয়ালের এই ইনিংস ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, “এই ইনিংস প্রমাণ করে যশস্বী শুধু প্রতিভাবান নন, তিনি ভারতীয় ক্রিকেটের পরবর্তী স্তম্ভ হতে চলেছেন।”

