
ভেঙে পড়ল বর্ধমান মেডিক্যাল কলেজের প্রায় ২০০ বছরের পুরনো বাড়ি। এই বিল্ডিংটি বর্ধমান রাজাদের আমলের তৈরি। কলেজের এই অংশটিকে বেশ কয়েকবছর আগেই পরিত্যক্ত বলে ঘোষণা করেছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অসীম সামন্ত জানিয়েছেন, কলেজের সেই পরিত্যক্ত অংশটিই শনিবার দুপুরে আচমকা ভেঙে পড়ে। বেশ কয়েকমাস ধরে একটানা বৃষ্টি চলতে থাকায় বাড়ির গাঁথনি আলগা হয়ে গিয়েছিল। মনে করা হচ্ছে তার ফলেই অংশটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। তিনি জানিয়েছেন, বহুদিন আগে ওই অংশটিতে কলেজেরই এক কর্মীকে থাকতে দেওয়া হয়েছিল। তিনি মারা যাওয়ার পর তাঁর স্ত্রী ওই জায়গায় থাকতেন। জায়গাটি পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর ওই মহিলাকে বহুবার উঠে যেতে বলা হলেও তিনি শোনেননি। যদিও অংশটি ভেঙে পড়ায় বরাতজোরে তাঁর বা অন্য কারোর কোনও ক্ষতি হয়নি। জানা গেছে, রবিবার থেকে ভেঙে পড়া অংশটি পরিষ্কারের কাজ শুরু করা হবে।