
করবা চৌথের শুভ দিনে স্বামীর মঙ্গল কামনায় উপবাস রাখলেন বলিউডের একাধিক জনপ্রিয় তারকা দম্পতি। তাঁরা নিজেদের প্রেম, শ্রদ্ধা ও ঐতিহ্যের মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ দিনের অসংখ্য ছবি ও বার্তা ভাইরাল হয়েছে। স্ত্রীদের দীর্ঘায়ু কামনায় স্বামীর জন্য উপবাস রাখার এই ঐতিহ্যবাহী দিনটি এখন বলিউডের গ্ল্যামার ও ব্যক্তিগত আবেগের এক অনন্য সংমিশ্রণ।
প্রিয়াঙ্কা চোপড়া – নিক জোনাস:
প্রিয়াঙ্কা চোপড়া এ বছরও করবা চৌথ উদযাপন করেছেন এক বিশেষ আবেগের সঙ্গে। ব্যস্ত সঙ্গীত সফরের মাঝেও নিক জোনাস দেশে ফিরে এসেছেন স্ত্রীর পাশে থাকতে। প্রিয়াঙ্কা তাঁর পোস্টে লিখেছেন, “প্রতিবারের মতো এবছরও নিক ফিরে এসেছে আমার সঙ্গে করবা চৌথ পালন করতে। শাশুড়ি আগেভাগে সারগি পাঠিয়েছেন, আর মা নিয়ে এসেছেন বিখ্যাত শেফ বিকাশ খন্নার হাতে তৈরি খাবার। এই খাবার দিয়ে আমি উপবাস ভেঙেছি। এটাই আমার স্বপ্নের জীবন।”
আয়ুষ্মান খুরানা – তাহিরা কাশ্যপ:
আয়ুষ্মান খুরানা আর তাহিরা কাশ্যপ দম্পতি দু’জনেই একসঙ্গে উপবাস রেখেছেন। আয়ুষ্মান লিখেছেন, “দু’জনেই উপবাস রেখেছি, একে অপরের অনুভূতির প্রতি সমান শ্রদ্ধা রেখেছি।” তাঁদের এই সমান অংশগ্রহণের বার্তা সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে।
পরিণীতি চোপড়া – রাঘব চাড্ডা:
অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথম করবা চৌথ পালন করলেন পরিণীতি ও রাঘব। পরিণীতি নিজের পোস্টে রাঘবকে “আমার চাঁদ, আমার ভালোবাসা” বলে সম্বোধন করে তাঁদের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। দম্পতির মুখে ছিল আনন্দ ও প্রত্যাশার ছাপ।
বিক্রান্ত মেসি – শীতল ঠাকুর:
এই দম্পতিও করবা চৌথ উদযাপন করেছেন একান্ত ভালোবাসার আবহে। শীতল একগুচ্ছ রোমান্টিক ছবি শেয়ার করে লিখেছেন, “সবকিছুতেই ভালোবাসা।”
রকুল প্রীত সিং – জ্যাকি ভগ্নানি:
রকুল ও জ্যাকি তাঁদের করবা চৌথের ছবিগুলি শেয়ার করে মজার ছলে লিখেছেন, “আমাদের পক্ষ থেকে সবাইকে শুভ করবা চৌথ… আর এবার কেক খাওয়া যাক।”
সোনাক্ষী সিনহা – জাহির ইকবাল:
সোনাক্ষী নিজের ইনস্টা স্টোরিতে তাঁদের করবা চৌথ উদযাপনের কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন। দু’জনের মুখে ফুটে উঠেছে প্রথম করবা চৌথের আনন্দ।
মৌনি রায় – সুরজ নাম্বিয়ার:
মৌনি রায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন যেখানে তাঁকে দেখা গেছে ঐতিহ্যবাহী সাজে করবা চৌথ পালন করতে। তিনি ক্যাপশনে লিখেছেন “সিঁদুর, করবা চৌথ।”
রণদীপ হুদা – লিন লাইশরাম:
লিন একগুচ্ছ ছবি পোস্ট করে লিখেছেন, “সূর্যোদয় থেকে চাঁদের ওঠা পর্যন্ত প্রতিটি মুহূর্তে একসাথে। করবা চৌথের শুভেচ্ছা।” তাঁদের এই সরল ও আন্তরিক উদযাপনও নজর কেড়েছে।
শিল্পা শেঠি – রাজ কুন্দ্রা:
শিল্পা খুব সংক্ষিপ্ত কিন্তু আবেগপূর্ণ একটি বার্তায় লিখেছেন, “ধন্য।” তাঁদের এই পোস্টে ভালোবাসা ও কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট।
হিনা খান – রকি জয়সওয়াল
এ বছর স্বামী রকি জয়সওয়ালের সঙ্গে প্রথম করবা চৌথ পালন করলেন হিনা খান। তিনি দীর্ঘ একটি বার্তায় লিখেছেন, “যখন সত্যিকারের ভালোবাসা সত্যিকারের হৃদয়ের সঙ্গে মিলে যায়, তখন সম্পর্কের বন্ধন আরও গভীর হয়। আমরা চাই প্রতিটি মুহূর্ত একসঙ্গে উদযাপন করতে।”

বলিউডের এই তারকা দম্পতিদের করবা চৌথ উদযাপন একদিকে যেমন ঐতিহ্যকে সম্মান জানায়, তেমনি আধুনিক যুগের ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধারও এক অনন্য উদাহরণ তৈরি করে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই বিশেষ মুহূর্তগুলি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে শুরু হয় অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা।