
দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ওই ছাত্রী শুক্রবার রাতে এক পরিচিত পুরুষ বন্ধুর সঙ্গে কলেজের বাইরে ঘুরতে বেরিয়েছিলেন। অভিযোগ, শোভাপুর এলাকার জঙ্গলের কাছে কয়েকজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়, মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেয় এবং পরে তরুণীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নির্যাতন চালায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের সংখ্যা একাধিক। তরুণীর সঙ্গী পালিয়ে গিয়ে পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিতা বর্তমানে চিকিৎসাধীন এবং তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই পুরুষ বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তাঁর বক্তব্যের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল, তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।” নির্যাতিতার পরিবার ইতিমধ্যেই দুর্গাপুরে এসে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, গত বছর আরজি কর মেডিক্যাল কলেজে এক ছাত্রীর ধর্ষণ ও হত্যাকাণ্ডে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। আবারও একই ধরনের ঘটনায় ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে রাজ্যে।
