
উত্তর ও দক্ষিণবঙ্গ দফায় দফায় বৃষ্টির কবলে, মানুষের অসুবিধা বাড়ছে। পুজোর আনন্দেও রেহাই মেলেনি, বরং ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়া বেশ অস্থির। তবে আশার খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, রবিবার থেকে ধীরে ধীরে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করবে। উত্তরবঙ্গ ১২ অক্টোবরের মধ্যে এবং দক্ষিণবঙ্গ ১৮ অক্টোবরের মধ্যে বৃষ্টির দমবন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি কমলেও হঠাৎ ঝড় ও বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। বিশেষ করে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় একটি দক্ষিণ বাংলাদেশে, অন্যটি উত্তর ওড়িশার উপরে। এই দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আছে। যদিও শুক্রবারের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। আগামী মঙ্গলবার থেকে কলকাতায় আংশিক শুষ্ক আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত কোনও সতর্কতা জারি হয়নি। আবহবিদরা জানিয়েছেন, বিদায়ের আগে আর রাজ্যে অতি ভারী বৃষ্টি হবে না। তবে মৌসুমী বায়ুর প্রভাব এখনও অনুভূত হচ্ছে, যার ফলে কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
রাজ্যের মানুষ এখন আশা করছেন, শীঘ্রই বৃষ্টি থামবে এবং পুজোর আনন্দ শান্তিপূর্ণভাবে উপভোগ করা যাবে।