
বর্ধমান স্টেশনে ফের পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ৫ টা ১৫ থেকে ৫ টা ২৫-এর মধ্যে স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মের ফুটওভারব্রিজে (FOB) দুর্ঘটনা ঘটে। রেলযাত্রী ও রেল পুলিশের সূত্রে জানা গেছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইন থেকে আসা যাত্রীরা ফুটওভারব্রিজে ওঠার সময় হুড়োহুড়ি করে। ঠিক সেই সময় একটি মহিলা যাত্রী সিঁড়ি দিয়ে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান। তার ওজনের প্রভাব থেকে পাশের আরও কয়েকজন যাত্রীও ভারসাম্য হারিয়ে পড়ে যান।
এই ঘটনায় মোট ৭ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩ জন মহিলা ও ৩ জন পুরুষ যাত্রী রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানিয়েছেন, তাদের চিকিৎসা চলছে এবং অবস্থা স্থিতিশীল।
রেলপুলিশ ও স্টেশনের রেল স্টাফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা সহায়তা করেছেন। দুর্ঘটনার কারণে কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি এবং স্টেশনটিতে ভিড়ও নেই। সকল ট্রেন নির্ধারিত সময়মতো আসা ও যাত্রা করছে।
রেল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক থাকার জন্য এবং সিঁড়ি ব্যবহার করার সময় ধৈর্য ধরে চলাফেরার পরামর্শ দিয়েছেন। তারা জানিয়েছেন, ফুটওভারব্রিজের সিঁড়িতে হঠাৎ হুড়োহুড়ি এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ।
এই ঘটনার মাধ্যমে ফুটওভারব্রিজে নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের গুরুত্ব আবারও সামনে এসেছে। যাত্রীদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্টেশন কর্তৃপক্ষের তৎপরতাই ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সাহায্য করবে।