
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য। ঘটনাটি সামনে আসার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন বিরোধী দলগুলি। ঠিক সেই সময় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বক্তব্য ঘিরেই তৈরি হল নতুন বিতর্ক।
উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনাটি স্তম্ভিত করে দেওয়ার মতো। তবে এটি একটি বেসরকারি কলেজের ঘটনা। প্রশ্ন হল, তার দায় কার? রাত ১২টা ৩০ মিনিটে মেয়েটি কীভাবে বাইরে বেরোল? বিশেষ করে জঙ্গল এলাকার মতো জায়গায়? আমি মনে করি, রাতের বেলা মেয়েদের বাইরে যেতে দেওয়া উচিত নয়। নিজেদেরও সতর্ক থাকতে হবে।
এই মন্তব্যের পরেই সামাজিক মাধ্যমে ক্ষোভের জোয়ার। বহু নারী অধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক মমতার মন্তব্যকে ‘ভুক্তভোগীকে দোষারোপ’ করার মতো বলে আক্রমণ করেছেন। তাঁদের বক্তব্য, অপরাধীর শাস্তির দাবি না তুলে মেয়েদের চলাচলের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা একেবারেই অগ্রহণযোগ্য।
তবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দোষীরা কেউ রেহাই পাবে না। পুলিশ তদন্ত করছে। কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর ও জনরোষ।