
শনিবার সন্ধ্যায় গুজরাটের আমেদাবাদে পৌঁছান বলিউড কিং শাহরুখ খান। শহরে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হোস্টিং করার পাশাপাশি বিভিন্ন পারফরম্যান্সেও অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠান শেষে রাত ৩টায় একা অ্যারেনা, কঙ্কারিয়া লেকে থেকে বের হওয়া সত্ত্বেও, শাহরুখকে একবার দেখার জন্য ভক্তদের ভিড় থামেনি। আমেদাবাদের রাস্তায় হাজারো ভক্ত দাঁড়িয়ে তাঁর প্রতি ভালোবাসা জানিয়েছেন।
এক ভক্ত অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিয়োতে দেখা গেছে, সাদা ফুল স্লিভ টি-শার্ট ও ডেনিম পরিহিত শাহরুখ নিজের গাড়ির ধারে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি হাসি দিয়ে সালাম করেন, নিজের বুকে হাত রাখেন, হাতে হাত মেলান, চুম্বন উড়ান এবং তাঁর সিগনেচার পোজ দিয়ে হাত খুলে একদিকে ঝুঁকে দাঁড়ান।
শাহরুখ কয়েকজন ভক্তের হাতও ধরেন। কিন্তু যখন কেউ তাঁকে ভিড়ের মধ্যে টানতে চেষ্টা করেন, তখন দ্রুত হাত সরিয়ে নেন। ভিডিয়োর শেষে দেখা যায়, শাহরুখ ভক্তদের সঙ্গে হাত বাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন, তারপর গাড়িতে উঠে যান।
আমেদাবাদে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের হোস্ট হিসেবে হাজির ছিলেন শাহরুখ খান। মণীশ পল এবং করন জোহর-এর সঙ্গেভিএই অনুষ্ঠানটি হোস্ট করেন কিং খান।
এই ভিডিয়োটি শেয়ার করে শাহরুখের এক ভক্ত ক্যাপশনে লেখেন, “তাঁর স্বভাবসিদ্ধ অসাধারণ ভঙ্গিতে শাহরুখ খান, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের পর আহমেদাবাদে হাজির হওয়া প্রতিটি ভক্তের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন!”
ভক্তরা সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, “Simply amazing, আপনি কীভাবে এটি হ্যান্ডেল করেন, অসাধারণ। আপনি একজন তারকা।” কেউ লিখেছেন, “এটি সত্যিকারের ভালোবাসা। অনুষ্ঠানের পরে এতো রাত হলেও মানুষ শুধু একবার আপনাকে দেখতে চায়।” আরেকজন লিখেছেন, “King of hearts।”
আগামী দিনে শাহরুখকে দেখা যাবে “কিং” ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি এবং রানি মুখার্জি। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ এবং এতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মা।