
আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সকালে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বছর বাষট্টির শমীকবাবু। ওষুধ খাওয়া সত্ত্বেও জ্বর না কমায় ও শরীরিক দুর্বলতা বেড়ে গেলে সোমবার সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শমীকবাবুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর একাধিক রক্ত পরীক্ষা ও অন্যান্য শারীরিক পরীক্ষা চলছে। রুটিন চেকআপের পাশাপাশি জ্বরের কারণ অনুসন্ধানেও চিকিৎসকরা নজর দিচ্ছেন। আপাতত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাজ্য সভাপতির ঘনিষ্ঠ সূত্রের খবর, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি লাগাতার রাজ্যজুড়ে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন। উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে পরিদর্শন ও ত্রাণ কার্যক্রমেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই সময় থেকেই অসুস্থতা বাড়তে থাকে।
দলীয় সূত্রে খবর, শমীকবাবুর অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। আপাতত তাঁকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় বার্তা পাঠিয়েছেন একাধিক বিজেপি নেতা-কর্মী।