
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। আগেই ধরা পড়েছিল তিনজন। সোমবার সকালে পুলিশ সূত্রে জানা যায়, চতুর্থ অভিযুক্ত শেখ নাসিরউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সে দুর্গাপুরের আইকিউ মেডিক্যাল কলেজের পাশের বিজরা গ্রামের বাসিন্দা। এই নিয়ে মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ। পঞ্চম অভিযুক্তের খোঁজে চলছে জোরদার তল্লাশি।
পুলিশ জানিয়েছে, শেখ নাসিরউদ্দিন ঘটনার পর জঙ্গল দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে গতকাল ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সোমবার আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।
শুক্রবার রাতে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, যাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানা গেছে, মোট ছয়জন এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।
এদিকে, ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল আজ দুর্গাপুরে পৌঁছবে বলে জানা গেছে। ঘটনাস্থল ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্থানীয়রা পুলিশের তৎপরতার প্রশংসা করলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার।