
দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীর গণধর্ষণের অভিযোগের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মমতা বলেন, “মেয়েদের রাতে বাইরে যেতে দেওয়া উচিত নয়।” এই মন্তব্যকেই “অপমানজনক ও হতাশাজনক” বলে কড়া সমালোচনা করেছেন ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিদা।
একটি এক্স পোস্টে প্রভাতী লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদি’ নামে পরিচিত একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এমন মন্তব্য করে পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ কোটি মহিলাকে অপমান করেছেন। একজন মহিলা নেত্রীর কাছ থেকে এমন মন্তব্য হতাশাজনক।” তিনি আরও বলেন, “মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার বদলে মুখ্যমন্ত্রীর উচিত ন্যায়বিচার নিশ্চিত করা।”
পরিদা সরাসরি প্রশ্ন তুলেছেন “যদি একজন ওড়িয়া নির্যাতিতার প্রতি কোনও সহানুভূতি না থাকে, তাহলে দয়া করে লিখিতভাবে জানান। আমরা নিজেদের সন্তানদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন।”
এর আগে ওড়িশা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মোহান্তিও মমতার মন্তব্যের নিন্দা করেন। তিনি বলেন, “মহিলাদের রাতে বাইরে যাওয়া উচিত নয় বলার বদলে, মুখ্যমন্ত্রীর উচিত ছিল তাঁদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া।”
দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বর্তমানে চিকিৎসাধীন। ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।