
রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্র প্রায় অচল হয়ে পড়েছে। স্কুল সার্ভিস কমিশন (SSC), পাবলিক সার্ভিস কমিশন (PSC), পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডসহ বিভিন্ন নিয়োগ সংস্থার কাজকর্ম সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। নতুন করে কোনও পদ সৃষ্টি হয়নি, উল্টে প্রায় ৬ লক্ষ স্থায়ী সরকারি পদ বিলুপ্ত করা হয়েছে বর্তমান সরকারের আমলে।
শুভেন্দুর দাবি, চাকরির অভাবে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীরা আজ বাধ্য হয়ে বিকল্প পেশায় নামছেন। অনেকেই টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন। রাজ্যের বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এমনকি স্নাতক ও স্নাতকোত্তর পাশ যুবকরাও জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন। তিনি বলেন, এটি কেবল আর্থিক নয়, সামাজিক এক গভীর সংকটের প্রতিফলন।
তিনি আরও উল্লেখ করেন, অর্থনৈতিক নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের পরামর্শে রাজ্যের যে বিপুল সংখ্যক পদ বিলুপ্ত করা হয়েছে, তার প্রভাব আজ সর্বত্র পড়ছে। গ্রামীণ থেকে শহরাঞ্চল সর্বত্র কর্মসংস্থানের সুযোগ কমছে।
রাজ্যের তরুণ প্রজন্ম এখন হতাশা ও অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। বহু পরিবার শুধুমাত্র একজন কর্মক্ষম সদস্যের রোজগারের উপর নির্ভর করছে। বিরোধী দলনেতার মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে রাজ্যের আর্থ-সামাজিক ভারসাম্য আরও বিপর্যস্ত হতে পারে। তিনি রাজ্য সরকারের কাছে অবিলম্বে চাকরি সৃষ্টির সুনির্দিষ্ট পরিকল্পনা ও নিয়োগ প্রক্রিয়া পুনরুজ্জীবনের দাবি জানিয়েছেন।