
দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে গিয়ে বিতর্কে জড়াল ওড়িশার বিজেপি প্রতিনিধিদল। মঙ্গলবার বালেশ্বরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গী-সহ প্রায় ৩৫ জনের দল পৌঁছয় দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে। অভিযোগ, হাসপাতালে প্রবেশের মুখে তাঁদের আটকে দেয় নিরাপত্তারক্ষীরা। এর পরেই শুরু হয় তর্কাতর্কি ও ধস্তাধস্তি।
প্রাথমিকভাবে সাংসদ ও অন্যান্য নেতাদের হাসপাতালে ঢুকতে না দেওয়ায় উত্তেজনা ছড়ায়। পরে দীর্ঘ টানাপোড়েনের পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সাংসদ-সহ ১০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
বাধা পাওয়ার পর ক্ষোভ উগরে দেন ওড়িশা বিজেপির নেতা শ্রীনিবাস প্রধান। তিনি বলেন, “আমাদের আটকে রাখা হয়েছে, ধস্তাধস্তি করা হচ্ছে। খুব লজ্জার বিষয়। আমরা শুধু নির্যাতিতার প্রকৃত অবস্থাটা দেখতে চাই।” তিনি অভিযোগ করেন, রাজ্য প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও তাঁদের আটকানো হয়েছে।
তিনি আরও বলেন, “যদি এই নিরাপত্তা ব্যবস্থা আগে থাকত, তাহলে এ ধরনের নৃশংসতা ঘটত না। মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও বলছেন, মেয়েরা রাতে বেরোবেন না , এটা লজ্জার।”
রাজ্য রাজনীতিতে দুর্গাপুরের এই ঘটনায় ইতিমধ্যেই চরম চাপানউতোর। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং নিরাপত্তার কথা ভেবেই প্রাথমিকভাবে প্রতিনিধিদলকে আটকে রাখা হয়েছিল।