
বার্সেলোনা ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন, দুইটি প্রচলিত ওষুধ ফ্যাটি লিভারসহ জটিল লিভারের রোগের চিকিৎসায় কার্যকর হতে পারে। পেমাফাইব্রেট, যা সাধারণত কোলেস্টেরল কমাতে ব্যবহার হয় এবং টেলমিসারটান, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক, এই দুই ওষুধকে নির্দিষ্ট অনুপাতে মিলিয়ে নতুনভাবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা গেছে, এই ‘কম্বিনেশন’ লিভারের মেদ জমা কমাতে সক্ষম এবং ফ্যাটি লিভারের সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে পারে।
ফ্যাটি লিভার চুপিসাড়ে শরীরে প্রভাব বিস্তার করে। এটি ধীরে ধীরে লিভারের আরও জটিল রোগ, যেমন মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্ট্যাটোটিক লিভার ডিজিজ় (MASLD)-এর দিকে নিয়ে যায়। দেশে প্রাপ্তবয়স্কদের প্রায় ৩৮ শতাংশ নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন। কমবয়সিরাও এই রোগের আওতায় আসছে। লিভারে ১০ শতাংশের বেশি মেদ জমলে এই রোগের ঝুঁকি বাড়ে।
গবেষকরা বলছেন, ওষুধ দু’টির কম্বিনেশন পিসিকে১ নামক প্রোটিনের ভারসাম্য ধরে রাখতে সক্ষম, যা লিভারে মেদ জমতে দেয় না। তবে মানুষের উপর পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে যে এই কম্বিনেশন নিরাপদ ও কার্যকর। সফল হলে এই নতুন ওষুধ বাজারে দ্রুত আনা সম্ভব।
ফ্যাটি লিভারের সমস্যা সচেতনতা কম থাকায় রোগ ধীরে ধীরে বাড়ছে। স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত পর্যবেক্ষণ অনেক সময় মানুষ এড়িয়ে যায়। তবে এই নতুন গবেষণা আশার আলো এনে দিয়েছে। যে ওষুধগুলি আগে কেবল কোলেস্টেরল বা রক্তচাপের জন্য ব্যবহৃত হত, তা এখন লিভারের জটিল রোগ প্রতিরোধেও কাজ করতে পারে। রোগীদের জন্য এটি সম্ভাবনার নতুন দিক খুলে দিয়েছে।
চলমান গবেষণার ফলাফল মানুষের শরীরে প্রয়োগে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেলে ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন যুগের সূচনা হতে পারে।
