
সোমবার বিকেলে মধ্যপ্রদেশের ভোপালে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। পূর্ব বাইপাসের বিলখিরিয়া গ্রামের কাছে জাতীয় সড়কের একাংশ হঠাৎ ধসে পড়ে তৈরি হয় প্রায় ৩০ ফুট গভীর এক বিশাল গর্ত। ঘটনাটি ঘটে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসের সময় সৌভাগ্যবশত কোনও যানবাহন রাস্তা দিয়ে যাচ্ছিল না, ফলে বড়সড় বিপদ এড়ানো গেছে।
প্রাথমিক তদন্তে অনুমান, রাস্তার রিইনফোর্সড আর্থ (RE) দেওয়াল ভেঙে পড়াতেই এই ধস। ঘটনাস্থলের ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুর্ঘটনার পরই মধ্যপ্রদেশ রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MPRDC) একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
প্রসঙ্গত, ওই সেতুটি ২০১৩ সালে নির্মিত হয়েছিল। তবে ২০২০ সালে চুক্তিভঙ্গের অভিযোগে নির্মাণকারী সংস্থা Transstroy Pvt. Ltd.-এর টেন্ডার বাতিল করা হয়। এরপর থেকে ওই অংশের রক্ষণাবেক্ষণের দায় কেউ নেয়নি। এমপিআরডিসি জানিয়েছে, তদন্তে যদি অবহেলার প্রমাণ মেলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে মধ্যপ্রদেশে রাস্তা নির্মাণের মান কতটা নিরাপদ? সাধারণ মানুষের দাবি, বড় কোনও বিপর্যয়ের আগে প্রশাসনেরই উচিত রাস্তার গুণমান ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া নজরদারি করা।