
ভারতীয় রেলে চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য এল সুখবর। পশ্চিমাঞ্চল রেলওয়ের জয়পুর রিক্রুটমেন্ট সেল (RRC Jaipur) প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি। মোট ২১৬২টি শূন্যপদে নিয়োগ হবে বিভিন্ন বিভাগে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে এবং চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট rrcjaipur.in–এর মাধ্যমে।
এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে স্বীকৃত বোর্ড থেকে। প্রাপ্ত নম্বর হতে হবে অন্তত ৫০ শতাংশ। সেই সঙ্গে প্রার্থীর নির্দিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, যা NCVT বা SCVT কর্তৃক প্রদান করা হয়। বয়সসীমার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৫ বছরের কম এবং ২৪ বছরের বেশি হলে আবেদন করা যাবে না। বয়স গণনা ধরা হবে ২ নভেম্বর, ২০২৫ অনুযায়ী।
নির্বাচন প্রক্রিয়া হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। প্রার্থীদের দশম শ্রেণীর প্রাপ্ত নম্বর এবং আইটিআই-তে প্রাপ্ত নম্বর মিলিয়ে তৈরি হবে মেধা তালিকা, যার উপর ভিত্তি করে চূড়ান্ত নির্বাচন হবে।
আবেদন ফি-এর ক্ষেত্রে তফশিল জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের জন্য কোনও ফি ধার্য করা হয়নি। অন্যান্যদের ১০০ টাকা করে ফি দিতে হবে, যা অনলাইনেই জমা দিতে হবে।
এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এবং বিস্তারিত শর্তাবলী জানতে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরকারি বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের কাছে এটি একটি বড় সুযোগ, কারণ রেলের মতো জনপ্রিয় সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুবই সীমিত এবং প্রতিযোগিতামূলক। তাই যোগ্য প্রার্থীদের এখনই আবেদন প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেওয়া হচ্ছে।