
শীতকাল মানেই চুলের যত্নে বাড়তি সতর্কতা। ঠান্ডা হাওয়া ও শুষ্ক আবহাওয়ায় চুলের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায়, ফলে চুল হয়ে পড়ে রুক্ষ ও নিস্তেজ। এই সময়ে চুলের উজ্জ্বলতা ও কোমলতা ধরে রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। কিন্তু বাজারে পাওয়া দামী প্রোডাক্টের উপর নির্ভর না করে ঘরোয়া উপায়েই চুলকে করে তোলা যায় ঝলমলে ও মসৃণ। তিনটি সহজ উপকরণে বানানো যায় এমন হেয়ার মাস্ক যা শীতেও চুলকে রাখবে সুন্দর ও স্বাস্থ্যকর।
প্রথমেই আসি মধুর কথায়। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। দু’কাপ গরম জলে দুই থেকে তিন চামচ মধু মিশিয়ে সেই জল ঠান্ডা হলে চুলে ব্যবহার করলে চুল হবে নরম ও কোমল। মধুর গুণে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং রুক্ষতা কমে যায়।
এরপর অ্যাপেল সাইডার ভিনেগার। এটি চুলের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে এবং খুশকি কমায়। এক লিটার ঈষৎ গরম জলে এক কাপ ভিনেগার মিশিয়ে মাথার ত্বকে হালকা ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর সাধারণ জলে ধুয়ে ফেলুন। এটি চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
সবশেষে গ্ৰিন টি। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ চুলের গোড়া মজবুত করে এবং উজ্জ্বলতা ধরে রাখে। এক কাপ গ্রিন টির সঙ্গে এক চামচ মধু মিশিয়ে হালকা গরম অবস্থায় চুলে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর নরমাল জলে ধুয়ে ফেললে চুল ঝলমলে হয়ে উঠবে।
এই তিনটি ঘরোয়া উপকরণ একসঙ্গে বা আলাদা ভাবে ব্যবহার করলেই শীতের রুক্ষতা থেকে মুক্তি মিলবে সহজে। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে চুল থাকবে মসৃণ, প্রাণবন্ত ও উজ্জ্বল কোনও দামী প্রোডাক্টের প্রয়োজনই পড়বে না।