
ভবানীপুরে ফের গরম হচ্ছে রাজনৈতিক পারদ। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে। উত্তরবঙ্গ সফরে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার ভবানীপুরে পরিবর্তনের হাওয়া বইছে, আর বিজেপি যাকেই প্রার্থী করবে, জয় তারই নিশ্চিত। তাঁর দাবি, আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন এবং ভবানীপুর থেকেই ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ হয়ে উঠবেন তিনি।
শুভেন্দু এও বলেন, ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে বিজেপি এখন এগিয়ে আছে। ভোটার তালিকা পরিশোধনের পর ভুয়ো ভোটার বাদ গেলে বিজেপির জয়ের রাস্তা আরও মসৃণ হবে বলে দাবি তাঁর। উল্লেখযোগ্য, কয়েকদিন আগেই তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী ঘোষণা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই ভবানীপুরে দলের প্রার্থী হবেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও বলেছেন, তাঁকে এক লক্ষ ভোটে জেতানো হবে।
রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর এই মন্তব্য কেবল কটাক্ষ নয়, বরং তৃণমূলের ঘাঁটিতে সরাসরি আঘাত। নন্দীগ্রামে মমতাকে হারিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছিলেন শুভেন্দু, এবার সেই সাফল্য ভবানীপুরে পুনরাবৃত্তি করার বার্তা দিচ্ছেন তিনি।
অন্যদিকে, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু। তবে তৃণমূল নেতৃত্ব এই আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ, তাঁদের বক্তব্য বিজেপি শুধুই প্রচারের রাজনীতি করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুরে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার এই সরাসরি সংঘর্ষ রাজ্য রাজনীতির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে। ২০২৬-এর ভোটে ভবানীপুর যে হটস্পট হয়ে উঠবে, তা এখন প্রায় নিশ্চিত।
