
ধনতেরস বা ধনত্রয়োদশী তিথি সম্পদ ও আরোগ্যের প্রতীক হিসেবে পালিত হয়। শাস্ত্রমতে, এই দিনেই সমুদ্রমন্থনের সময় দেবী লক্ষ্মী ও দেবতা ধন্বন্তরি অমৃতপাত্র হাতে আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিকে ধনসম্পদ ও সমৃদ্ধির সূচনা হিসেবে মানা হয়। সেই কারণেই বহু মানুষ ধনতেরসের দিন মূল্যবান ধাতু কেনাকে শুভ মনে করেন।
যদিও সোনা ও রুপো কেনার প্রচলন সবচেয়ে বেশি, তবুও এই দু’টির পাশাপাশি তামা, পিতল ও কাঁসার দ্রব্যও কেনা যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। এই ধাতুগুলি বৃহস্পতি ও শুক্র গ্রহের সঙ্গে যুক্ত যারা সম্পদ, সৌন্দর্য ও শুভ শক্তির প্রতীক। বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত জিনিস যেমন হলুদ বর্ণের বস্তু, ধান বা তামার পাত্র কেনাও শুভ। অন্যদিকে শুক্রের সঙ্গে যুক্ত জিনিস যেমন প্রসাধনী, আতর বা জামাকাপড় এই দিন কিনলে ঘরে আসে সমৃদ্ধি ও সৌভাগ্য।
যাঁদের পক্ষে সোনা বা রুপো কেনা সম্ভব নয়, তাঁরা এই দিন পিতল বা কাঁসার বাসনপত্র, এমনকি শুভ রত্নও কিনতে পারেন। বিশ্বাস করা হয়, ধনতেরসে কেনা প্রতিটি শুভ বস্তু ঘরে ইতিবাচক শক্তি আনে এবং দেবী লক্ষ্মীর কৃপা লাভ হয়। তাই দীপাবলির আগে এই দিনটি কেবল কেনাকাটার উৎসব নয়, বরং ধন, স্বাস্থ্য ও সৌভাগ্যের আহ্বান জানানোর বিশেষ মুহূর্ত।
