
বিদ্যুৎ বিল আপডেটের অজুহাতে নতুন ধরনের সাইবার প্রতারণার ফাঁদে পড়লেন এক অবসরপ্রাপ্ত পুরকর্মী। কলকাতার আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা রানা বসু রায়চৌধুরী, যিনি কলকাতা পুরসভার প্রাক্তন কর্মী, সম্প্রতি প্রায় ১ লক্ষ টাকা হারিয়েছেন।
ঘটনা শুরু হয় কয়েকদিন আগে, যখন তাঁর মোবাইলে ফোন আসে এক ব্যক্তি নিজেকে সিইএসসি-র অফিসার হিসেবে পরিচয় দিয়ে জানায়, তাঁর বিদ্যুৎ বিলের পেমেন্ট নাকি আপডেট হয়নি। রানা বসুকে বলা হয়, বছরে একবার এই আপডেট বাধ্যতামূলক, না করলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যেতে পারে। আতঙ্কে তিনি ফোনে কথা চালিয়ে যান। ওই ব্যক্তি জানান, ‘টাকা ফেরত পাঠানো হচ্ছে’ এই যুক্তিতে তাঁকে গুগল পে খুলে দেখতে বলেন।
রানাবাবু গুগল পে খুলতেই মোবাইলের স্ক্রিনে ‘CESC updating’ লেখা ভেসে ওঠে প্রায় দেড় মিনিটের জন্য। কিছুক্ষণ পরেই দেখা যায়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১ লক্ষ টাকা উধাও! আশ্চর্যের বিষয়, তিনি কোনও লিঙ্কে ক্লিক করেননি, ওটিপি দেননি, বা কোনও অ্যাপ ডাউনলোডও করেননি। তবুও টাকা হাতিয়ে নেয় প্রতারকেরা।
ঘটনায় তিনি ইতিমধ্যেই আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, প্রতারকেরা নতুন ধরনের স্ক্রিন-শেয়ারিং বা রিমোট অ্যাক্সেস সফটওয়্যার ব্যবহার করে এমন কাণ্ড ঘটাচ্ছে, যেখানে ভুক্তভোগীর অজান্তেই ফোনের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে।
বিশেষজ্ঞদের পরামর্শ, বিদ্যুৎ বা গ্যাস সংস্থার নামে ফোন বা মেসেজ এলে কোনওভাবেই ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না, কোনও লিঙ্কে ক্লিক করবেন না এবং সন্দেহজনক নম্বরের বিষয়ে অবিলম্বে পুলিশ বা সাইবার ক্রাইম সেলে জানান। এক মুহূর্তের ভুলেই আজকাল নিঃস্ব হয়ে যাচ্ছেন বহু মানুষ।
