
দীপাবলির উৎসবের মরশুমে চার দিন ছুটি ঘোষণা করা হয়েছে দেশের শেয়ার বাজারে। আগামী সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য বিএসই (BSE) ও এনএসই (NSE)-তে লেনদেন বন্ধ থাকবে নির্দিষ্ট কয়েকটি দিনে। দীপাবলি ও লক্ষ্মী পুজোর কারণে ২১ অক্টোবর, মঙ্গলবার শেয়ার বাজার বন্ধ থাকবে। পরের দিন অর্থাৎ ২২ অক্টোবর, বুধবার দীপাবলি প্রতিপদ উপলক্ষে কোনও লেনদেন হবে না। এর সঙ্গে ২৫ ও ২৬ অক্টোবর যথাক্রমে শনিবার ও রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির জন্য বাজার বন্ধ থাকবে। অর্থাৎ, সপ্তাহে মাত্র তিন দিনই লেনদেনের সুযোগ থাকছে।
তবে বিনিয়োগকারীদের জন্য সুখবর, দীপাবলির শুভক্ষণে এবারও অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মুহুরত ট্রেডিং। ২১ অক্টোবর, ২০২৫ তারিখে দুপুর ১টা ৪৫ থেকে ২টা ৪৫ পর্যন্ত চলবে মুহুরত ট্রেডিং সেশন। এর আগে প্রি-ওপেন সেশন নির্ধারিত হয়েছে দুপুর ১টা ৩০ থেকে ১টা ৪৫ পর্যন্ত। দীপাবলির এই বিশেষ সময়কে বিনিয়োগকারীরা শুভ সূচনার প্রতীক হিসেবে দেখেন। ঐতিহ্য অনুযায়ী, মুহুরত ট্রেডিংয়ে বিনিয়োগকে বছরের সমৃদ্ধি ও আর্থিক উন্নতির লক্ষণ বলে মনে করা হয়।
এছাড়াও, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) ২১ ও ২২ অক্টোবর বন্ধ থাকবে। দীপাবলির ছুটির পর এই বছর আর দুটি দিনে শেয়ার বাজারে ছুটি ঘোষণা করা হয়েছে ৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী এবং ২৫ ডিসেম্বর বড়দিনে।
বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরশুমে মুহুরত ট্রেডিং বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে এবং গত কয়েক বছর ধরেই এই সময় শেয়ার বাজার সবুজে শেষ হয়েছে। ফলে এবছরও বিনিয়োগকারীরা একই আশায় তাকিয়ে আছেন দীপাবলির মুহুরত ট্রেডিংয়ের দিকে।
