
দীপাবলি বা দীপান্বিতা অমাবস্যা মানেই আলো, ঐশ্বর্য ও শুভ শক্তির আহ্বান। এই দিনেই ঘরে ঘরে মহালক্ষ্মীর পূজা হয়, কিন্তু তার আগে অলক্ষ্মীকে বিদায় জানানোর প্রথা চলে আসছে প্রাচীনকাল থেকে। শাস্ত্রমতে অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর বড় বোন, দুর্ভাগ্য ও অলসতার প্রতীক। সমুদ্রমন্থন কালে প্রথমে তাঁরই আবির্ভাব ঘটে, পরে দেবী লক্ষ্মীর। অলক্ষ্মীর বাহন গাধা, রং কৃষ্ণবর্ণ, এবং তিনি লোহার গয়না ধারণ করেন। এই সবই তামসিকতার প্রতীক বলে ধরা হয়।
বিশ্বাস করা হয়, যেখানে অলক্ষ্মী অবস্থান করেন সেখানে দেবী লক্ষ্মী কখনও প্রবেশ করেন না। তাই দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যায় ঘরের বাইরে অলক্ষ্মীর প্রতীক রেখে পূজা করে কুলো বাজিয়ে তাঁকে বিদায় জানানো হয়। এরপর ঘরের মধ্যে মহালক্ষ্মীর পূজা করা হয়। সূর্যাস্তের পরে এই পূজার সময় সবচেয়ে শুভ বলে ধরা হয়, কারণ আলোয় ভরা সময়ই দেবী লক্ষ্মীর আগমনের জন্য উপযুক্ত।
এই বছর দীপাবলি পড়ছে ২০ অক্টোবর, সোমবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা শুরু হবে সকাল ৩টা ৪৬ মিনিটে এবং শেষ হবে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৫ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, অমাবস্যা শুরু হবে দুপুর ২টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ২১ অক্টোবর বিকেল ৪টা ২৫ মিনিটে।
এই দিন ধনতেরস ও ভূত চতুর্দশীর পরের শুভক্ষণ, তাই ঘরবাড়ি পরিস্কার রাখা, প্রদীপ জ্বালানো, অন্ধকার দূর করা ও অলসতা পরিহার করার মধ্য দিয়েই অলক্ষ্মীকে বিদায় জানানো হয়। বিশ্বাস, নিষ্ক্রিয়তা ও অন্ধকার দূর হলে তবেই ঘরে প্রবেশ করেন দেবী মহালক্ষ্মী, সঙ্গে নিয়ে আসেন সৌভাগ্য ও সমৃদ্ধি।
