
শনিবার সকালে পঞ্জাবে অমৃতসর-সহর্ষ গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সরহিন্দ স্টেশনের কাছে ট্রেনের ১৯ নম্বর কামরায় আগুন লেগে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে যাত্রীরা নিজেরাই নিরাপদ দূরত্বে চলে যান। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি, তবে হুড়োহুড়িতে বেশ কয়েকজন হালকা আহত হয়েছেন।
প্রাথমিক ধারণা অনুযায়ী আগুন শর্ট সার্কিট থেকে শুরু হয়েছে। ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে চলাচলরত অবস্থায় আগুন ধরে যায়। লোকো পাইলট তৎক্ষণাৎ এমার্জেন্সি ব্রেক চেপে ট্রেন থামান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রেলের অগ্নিনির্বাপক দল দ্রুত হোসপাইপ ব্যবহার করে আগুন নেভাতে কাজ শুরু করে। যাত্রীদের নিরাপদে অন্য কামরায় সরিয়ে নেওয়া হয় এবং ট্রেনটি শেষ পর্যন্ত বেলা ১০টা ৩৯ মিনিটে গন্তব্যের দিকে রওনা দেয়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রেনের কামরার জানালা ও দরজা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। যাত্রীদের মধ্যে অনেকেই মালপত্র ফেলে দিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন। রেল কর্তৃপক্ষের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়। এই এক্সপ্রেস ট্রেনটি ৩১.২০ ঘণ্টায় ১৭১৬ কিলোমিটার পথ অতিক্রম করে। সপ্তাহে তিন দিন এটি অমৃতসর থেকে ছাড়ে এবং জলন্ধর সিটি, আম্বালা, দিল্লি, মোরাদাবাদ, লখনউ, গোরক্ষপুর, মুজফ্ফরপুরের মতো ২৩টি স্টেশনে দাঁড়ায়।
রেলের আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে এবং নির্দিষ্ট আগুন লাগার কারণ এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। যাত্রীদের সঠিক নিরাপত্তা ব্যবস্থা ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। এই ঘটনায় ট্রেন চলাচল সাময়িকভাবে বিলম্বিত হলেও দ্রুত স্বাভাবিক রূপে ফিরেছে।
এই ঘটনার পর যাত্রী নিরাপত্তা ও ট্রেনের অগ্নি সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য রেল কর্তৃপক্ষ তৎপর হয়েছে।
