
কলকাতার এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ওয়ার্ড ‘অনন্য’ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ১৬ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর শনিবার থেকে ওয়ার্ডের পরিষেবা শুরু হয়েছে। ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ তলা ভবনে ১৩১টি আধুনিক কেবিন রয়েছে, যা শীতাতপ নিয়ন্ত্রিত এবং অত্যাধুনিক পরিকাঠামো সমৃদ্ধ। এর সাজসজ্জা দেখে বেসরকারি হাসপাতালের সঙ্গে তুলনা করা শুরু হয়েছে।
ওয়ার্ডে বিভিন্ন ধরনের কেবিনের ভাড়া নির্ধারিত করা হয়েছে। সিঙ্গল কেবিনের দৈনিক ভাড়া ৫,০০০ টাকা, সিঙ্গল স্যুট ৮,০০০, এইচডিইউ শয্যা ১২,০০০ এবং আইটিইউ শয্যা ১৫,০০০ টাকা। প্রথমে কিছু কেবিনের জন্য অতিরিক্ত ২,০০০ টাকা ধার্য করা হয়েছিল, যা পরে কমিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্ডের ওপিডি পরিষেবায় রোগীদের ৩৫০ টাকা ফি দিতে হবে, যার ৩০০ টাকা ডাক্তার পাবেন এবং ৫০ টাকা হাসপাতালে যাবে। স্বাস্থ্য দফতরের দাবি, এটি বেসরকারি হাসপাতালের তুলনায় অনেক সাশ্রয়ী।
মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০১১ সালে রাজ্যের স্বাস্থ্যখাতের বাজেট ছিল ৩,৬৮৪ কোটি টাকা, যা এখন বেড়ে ২১,৩৫৫ কোটি টাকা। স্বাস্থ্যসাথী পরিষেবার মাধ্যমে রাজ্যের আট কোটিরও বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন। দৈনিক প্রায় সাত হাজার রোগী স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা করাচ্ছেন।
‘অনন্য’ উডবার্ন ওয়ার্ড নতুন প্রযুক্তি ও আধুনিক সুবিধা প্রদানের মাধ্যমে রোগীদের জন্য সাশ্রয়ী এবং উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করবে। সেবার গুণগত মান এবং রোগীর সুবিধা দুইই নজরে রাখার চেষ্টা করা হয়েছে। নতুন ওয়ার্ডটি শহরের স্বাস্থ্যপরিসেবাকে আরও শক্তিশালী করবে এবং বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা কমাবে।
এই ওয়ার্ডের সঙ্গে হাসপাতালের অন্যান্য বিভাগ সমন্বয় করে রোগীদের জন্য আরও উন্নত চিকিৎসা পরিবেশ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে কলকাতার স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
